নয়াদিল্লিঃ মোদী (Narendra Modi) সরকারের মুকুটে নয়া পালক। এবার রেকর্ড সংখ্যক নাম নথিভুক্ত করিয়ে গিনেস বুকে (Guinness World Records)নাম তুলে ফেলল 'পরীক্ষা পে চর্চা(Pariksha Pe Charcha)।' কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের হাতে তুলে দেওয়া হল বিশেষ সম্মান। পুরস্কার পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।
গিনেস বুকের পাতায় মোদীর পরীক্ষা পে চর্চা
উল্লেখ্য, ২০১৮ সালে শুরু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্তিকপ্রসূত এই উদ্যোগ। চলতি বছর 'পরীক্ষা পে চর্চা'-এর জন্য ৩ কোটি নাম নথিভুক্ত হয়েছে। আর এই রেকর্ড সংখ্যক নাম নথিভুক্ত হওয়ার জন্যই গিনস বুকের পাতায় জায়গা করে নিয়েছে 'পরীক্ষা পে চর্চা।' গিনেস ওয়ার্ল্ড রেকর্ড থেকে সম্মানিত হয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, "কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে এটা আমার দ্বিতীয় সম্মান। ভীষণ ভাল লাগছে।" সবশেষে এই গোটা বিষয়ের জন্য মোদীকে ধন্যবাদ জানাতে ভোলেননি শিক্ষামন্ত্রী। অন্যদিকে স্বাভাবিকভাবেই এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবরা। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় অমিত শাহ লেখেন, "এটি একটি রেকর্ড-ব্রেকিং কৃতিত্ব। মোদী সরকারের এই উদ্যোগ পড়ুয়াদের জন্য পরীক্ষার চাপ কমানোয় ভূমিকা রেখেছে। এই ধরনের উদ্যোগ মানব সম্পদকে আরও উন্নত করার পথকে ত্বরান্বিত করে। এটি ভারতের জন্য সত্যিই গর্বের মুহূর্ত।"
কেন্দ্রীয় সরকারের মুকুটে নয়া পালক, গিনেস বুকে নাম তুলল মোদীর 'পরীক্ষা পে চর্চা'
PM Shri @narendramodi’s Pariksha Pe Charcha 2025 conferred with Guinness World Record for most registrations in one-mont
Read more: https://t.co/j0tbDpxkPO#ParikshaPeCharcha pic.twitter.com/9DiyoADozg
— PIB In Meghalaya (@PIBShillong) August 4, 2025