নতুন দিল্লি, ২৯ সেপ্টেম্বর: কেন্দ্র সরকার শনিবার প্যান- আধার কার্ড সংযুক্তিকরণের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করার কথা ঘোষণা করে। কেন্দ্র সরকার এর আগের নির্দেশিকায় জানিয়েছিল ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্যান- আধার কার্ড সংযুক্তিকরণের প্রক্রিয়া শেষ করতে হবে। এরপর সেই অব অবস্থান থেকে সরে এসে তারা নতুন বিবৃতি জারি করে। প্যান- আধার কার্ড সংযুক্তিকরণ না করা হলে বাতিল হয়ে যাবে প্যান কার্ড। আগামী বছরের ১ জানুয়ারি বাতিল হয়ে যাবে।
এই সংযুক্তিকরণ অনলাইন এবং অফলাইন দুটি প্রক্রিয়াতেই করা সম্ভব। প্যান- আধার সংযুক্তিকরণের জন্য নীচের পদ্ধতিগুলি অনুসরণ করুন: আরও পড়ুন, রবিবার থেকে টালা ব্রিজে বন্ধ বাস ও ভারী পণ্যবাহী যান, আপাতত বন্ধ হল কয়েকটি বাসের রুট
যারা এখনও পর্যন্ত নথিভুক্ত করেননি-
- প্যান- আধার সংযুক্তিকরণের জন্য http://incometaxindia.gov.in/Pages/default.aspx এই হাইপারলিঙ্কে ক্লিক করুন।
- এরপর নীচে 'Important Links' একটি বক্স দেখতে পাবেন। সেখান থেকে Go to E-filing website for PAN-Aadhaar Linkage এ ক্লিক করুন।
- এরপর প্যান নম্বর (PAN), আধার নম্বর (Aadhaar number), আধার কার্ড অনুযায়ী নাম লিখুন (Name as per Aadhaar)।
- এরপর I agree to validate my Aadhaar details with UIDAI অপশনে টিক্ মার্ক করুন।
- নীচে একটি ক্যাপচা কোড (CAPTCHA Code) আসবে হুবহু সেটি সেখানে লিখুন।
- এরপর লিংক আধার (Link Aadhaar) -এ ক্লিক করুন।
নথিভুক্ত করানোর পর প্যান- আধার যোগ হয়েছে নাকি বুঝতে-
- আবার www.incometaxindiaefiling.gov.in ওয়েবসাইট টি google URL- এ পেস্ট করুন।
- এরপর নিজের PAN (User ID), password এবং date of birth দিয়ে ক্লিক করুন।
- account খুলে গেলে 'Profile Settings'- এ ক্লিক করুন। এরপর লিঙ্ক আধার বলে একটি অপশন আসবে সেটিতে ক্লিক করুন।
- সেখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনার প্যান- আধার কার্ডটি লিংক হয়ে গেছে। 'Your PAN is already linked to Aadhaar number XXXX4567' বলে নোটিফিকেশন স্ক্রিন জুড়ে আসবে।
- যদি লিঙ্ক না হয়ে থাকে তাহলে উপরের পদ্ধতিতে পুনরায় নথিভুক্ত করুন।
- এছাড়াও নথিভুক্ত করানোর কিছুক্ষন পর সেই পেজেই উপরের দিকে Click here অপশনে ক্লিক করলেও দেখতে পাবেন নথিভুক্ত হয়েছে নাকি।
এছাড়াও যে পদ্ধতিতে প্যান- আধার লিঙ্ক করতে পারেন-
- আপনার ফোন থেকে PAN service provider দের SMS করে নিতে পারেন।
- (Annexure-I) ফর্মটি ফিল আপ করেও প্যান- আধার লিঙ্ক করতে পারেন।