Jyoti Malhotra (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২৭ মে: শুধু দানিশ (Danish) নয়, জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra)  সঙ্গে আরও ৩ পাকিস্তানি চরের (Pakistani Spy) যোগাযোগ ছিল। আহসান, শাহিদের সঙ্গে নিরন্তর যোগাযোগ ছিল জ্যোতি মালহোত্রার। চতুর্থ ব্যক্তিটি কে, সে বিষয়ে পুলিশ খোঁজ শুরু করেছে।

গত ১৬ মে জ্যোতি মালহোত্রার গ্রেফতারির পর পুলিশ হরিয়ানারক ইউটিউবারের (Haryana YouTuber) মোবাইল ফোন, ল্যপটপ সব বাজেয়াপ্ত করে। এরপর ফরেন্সিক তদন্তের জন্য সেগুলিকে পাঠানো হয় ল্যাবে। জানা যায়, পুলিশ যখন জ্যোতি মালহোত্রার ফোন, ল্যাপটপ বাজেয়াপ্ত করে, সেখান থেকে বিভিন্ন তথ্য যেমন উদ্ধার করা হয়, তেমনি বেশ কিছু জিনিসপত্র ডিলিট করে দেওয়া হয়। কোন কোন তথ্য জ্যোতির মোবাইল এবং ল্যাপটপ থেকে ডিলিট করা হয়, সে বিষয়ে খোঁজ চলছে। তবে জ্যোতির মোবাইল এবং ল্যাপটেপ থেকেে যে টিবি ডেটা উদ্ধার করা হয়েছে, সে বিষয়েও চলছে খোঁজ।

আরও পড়ুন: Jyoti Malhotra: লাহোরের আনারকলি বাজারে জ্যোতির পাশে ঘুরে বেড়াচ্ছিল ৬ বন্দুকধারী, স্কটিশ ইউটিউবারের কথায় শিউরে উঠবেন

এসবের পাশাপাশি জ্যোতি মালহোত্রা যে আইএসআই এজেন্টদের সঙ্গে যোগাযোগ করত, তাদের বিষয়ে খোঁজ খবর দিতে এতটুকু ভয়ও পায়নি বলে সূত্রের খবর। সেই সঙ্গে জ্যোতি কোনও ফাঁদে পড়ে আইএসআইয়ের হয়ে চরবৃত্তির কাজ করত না। পুরো সজ্ঞানে আইএসআই (ISI) এজেন্টদের পরিচয় জেনে তবেই ভারতের গোপণ খবর পাচার করত পাকিস্তানের কাছে। এমন তথ্যও জেরায় উঠে আসছে বলে রিপোর্টে প্রকাশ।

ইউটিউবার হিসেবে কাজ করে, জ্যোতি মালহোত্রা যে বিলাসবহুল জীবনযাপন করত, তার উৎস কোথায়, সে বিষয়ে হরিয়ানা পুলিশ তথ্য খুঁজছে। পাশাপাশি জ্যোতির রোজগারের উৎশ খুঁজতে পুলিশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সাহায্য নিতে পারে বলেও জানা যাচ্ছে।

গত ১৬  মে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করে সে রাজ্যের পুলিশ। জানা যায়, পাকিস্তানের চর হয়ে কাজ করত জ্যোতি। পাকিস্তানের পাশাপাশি চিনেও যেতে দেখা যয়া জ্যোতিকে। ২২ এপ্রিল পহেলগামে হামলার আগে এই পাক চর কাশ্মীরে ছিল বলে জানা যায়। পাশাপাশি জ্যোতির সঙ্গে আর কোন কোন ব্যক্তি বা ইউটিউবারের যোগ রয়েছে,সে বিষয়ে পুলিশ এবং গোয়েন্দারা সবকিছু খতিয়ে দেখছেন বলে খবর।