
দিল্লি, ২০ মে: পহেলগামে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর নয়া ভিডিয়ো পোস্ট করে জ্যোতি মালহোত্রা (Jyoti Malhotra)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে জ্যোতি মালহোত্রা একটি ভিডিয়ো পোস্ট করে, যেখানে তাকে বলতে শোনা যায়, পহেলগামে যে জঙ্গি হামলা হয়েছে,তার জন্য ভারতের (India) নিরাপত্তা ব্যবস্থা কোনও না কোনওভাবে দায়ি। কাশ্মীরের (Jammu And Kashmir) বিভিন্ন জায়গায় সব সময় প্রচুর নিরাপত্তা কর্মী মোতায়েন থাকেন। এ কথা সবাই জানেন। তবে পহেলগামে জঙ্গিরা কীভাবে প্রবেশ করল, তার দায় নিরাপত্তার ঘাটতি। ভারতের নিরাপত্তা ব্যবস্থায় গলদ ছিল বলেই পহেলগামে এত বড় জঙ্গি হামলা হয়। এমন দাবি করতে শোনা যায় জ্যোতি মালহোত্রাকে।
দেখুন জ্যোতি মালহোত্রার সেই ভিডিয়ো...
View this post on Instagram
প্রসঙ্গত
এদিকে জ্যোতি মালহোত্রার বাবা এবার অন্য দাবি করেন। জ্যোতির বাবা হরিশ মালহোত্রার দাবি, তাঁর মেয়ের পাকিস্তানে যাওয়ার কথা তিনি জানতেন না। দিল্লি যাচ্ছি বলে জ্যোতি বাড়ি থেকে বের হত। তারপর সে যদি পাকিস্তানে যায়, তা তাঁর জানার কথা নয় বলে দাবি করেন হরিশ মালহোত্রা।
এদিকে গত ১৬ মে জ্যোতি মালহোত্রার গ্রেফতারির পর তার বাবাকে অন্য কথা বলতে শোনা যায়। জ্যোতির বাবা বলেন, তাঁর মেয়ে ভিডিয়ো শ্যুটের জন্য পাকিস্তানে যেত। ওই দাবির পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের পালটি খান জ্যোতি মালহোত্রার বাবা হরিশ মালোহত্রা।