দিল্লি, ২০ মে: যত দিন গড়াচ্ছে, তত বিস্ফোরক তথ্য সামনে আসছে জ্যোতি মালহোত্রাকে (Jyoti Malhotra) নিয়ে। পাকিস্তানের গুপ্তচর সংস্থা (Pakistan's ISI) জ্যোতি মালহোত্রাকে দিয়ে কী কী কাজ করাত, তা সামনে আসছে। সূত্রের খবর, জ্যোতি মালহোত্রার মাধ্যমে পাকিস্তান চিনতে চাইত ভারতের এজেন্টদের। ভারতের হয়ে কারা কাজ করছেন, তা জানার চেষ্টা করত আইএসআই। আর সেই কাজে লাগানো হয় জ্যোতি মালহোত্রাকে। ভারতের যে আনকভার এজেন্টরা রয়েছেন, তাঁদের সনাক্ত করার কাজ জ্যোতিকে দিয়ে করানোর চেষ্টা করছিল আইএসআই। এনআইএ (NIA), আইবি (IB) এবং হরিয়ানা পুলিশের (Haryana Police) তরফে এক নাগাড়ে জেরা করা হচ্ছে জ্যোতি মালহোত্রাকে। একটানা জেরার সময় জ্যোতি এমন সব তথ্যই গোয়েন্দা এবং পুলিশের সামনে প্রকাশ করছে বলে খবর।
জ্যোতি মালহোত্রা এবং আইএসআইয়ের হ্যান্ডেলার আলি হাসানের হোয়াটস অ্যাপের চ্যাট প্রকাশ্যে এসেছে। যেখানে ভারতের আনকভার এজেন্ট করা রয়েছেন, সে বিষয়ে কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কথাবার্তা চলত বলে খবর। জ্যোতি এবং আলি হাসানের হোয়াটস অ্যাপ চ্যাটে এক জায়গায় প্রকাশ্যে আসে, পাক চর হরিয়ানার এই ইউটিউবার যখন আত্তারি সীমান্তে যায়, তখন ভারতের কোনও আনকভার এজেন্ট বিশেষ প্রটোকল ফলো করেন কিনা, এমন কিছু চোখে পড়েছে নাকি। ভারতের কোথায়, কোন এজেন্ট রয়েছেন, সে বিষয়ে জ্যোতির সঙ্গে অহরহ কথা হত আইএসআইয়ের আলি হাসানের। যা প্রকাশ্যে আসতে শুরু করেছে বলে খবর।
সীমান্ত থেকে কীভাবে পাকিস্তানের হয়ে চরবৃত্তির কাজ করবে, তা জ্যোতি জানত। জেনে বুঝেই জ্যোতি পাকিস্তানি আইএসআইয়ের চর হিসেবে কাজ করত বলে মনে করছেন গোয়েন্দারা।
২০২৩ সালে প্রথম পাকিস্তানে যায় জ্যোতি মালহোত্রা। বৈশাখী উৎসবের সময় জ্যোতি পাকিস্তানে যায় ওয়াঘা সীমান্ত পার করে। পাক হাই কমিশনের অফিসার দানিশের সঙ্গে জ্যোতির যে অহরহ যোগাযোগ, সে বিষয়ে পাক চর মুখ খুলতে চায়নি। এমনকী দানিশের সঙ্গে তার কোনও যোগ নেই বলেও জেরায় দাবি করে জ্যোতি মালহোত্রা। জ্য়োতি মালহোত্রাকে ব্যবহার করে পাকিস্তান বৃহৎ আকারের গুপ্তচর বৃত্ত ভারতে গঠন করতে চাইছিল বলে খবর।
প্রসঙ্গত ২২ এপ্রিল পহেলগামে হামলার আগে জ্যোতি মালহোত্রা পাকিস্তানে যায়। তাকে কাশ্মীরের পহেলগামেও যেতে দেখা যায়। পহেলগাম হামলার সঙ্গে জ্যোতির যোগ রয়েছে কি না, থাকলেও কতটা, সেসব বিষয়ে গোয়েন্দারা খতিয়ে দেখছেন। তবে পহলেগাম (Pahalgam Terror Attack) হামলার পর জ্যোতিকে একটি ভিডিয়ো পোস্ট করতে দেখা যায়। যেখানে এই পাক চরকে ভারতের নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে প্রশ্ন তুলতে দেখা যায়।