Pakistani Spy Mahendra Prasad (Photo Credit: ANI/X)

দিল্লি, ১৩ অগাস্ট: ফের এক পাকিস্তানি স্পাই (Pakistani Spy )বা চরকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম মহেন্দ্র প্রসাদ (Mahendra Prasad)। ডিআরডিও-র (DRDO) গেস্ট হাউসের ম্যানেজার মহেন্দ্র প্রসাদকে গ্রেফতারির পর থেকেই তা নিয়ে শুরু হয়েছে হুলুস্থূল। মহেন্দ্র প্রসাদ এতদিন ধরে ডিআরডিও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের (Pakistan) হাতে তুলে দিচ্ছিল বলে অভিযোগ। রাজস্থানে (Rajasthan) ডিআরডিও-র যে অতিথি নিবাস বা গেস্ট হাউস রয়েছে, সেখান থেকেই মহেন্দ্র প্রসাদকে গ্রেফতার করা হয়।

কে এই মহেন্দ্র প্রসাদ?

উত্তরাখণ্ডের আলমোরার বাসিন্দা মহেন্দ্র প্রসাদ। ডিআরডিও-র চাকরি পেয়ে মহেন্দ্র প্রসাদ থাকতে শুরু করে রাজস্থানের জয়সলমীরের  অতিথি নিবাসে। জয়সলমীরের চন্দননগরে রয়েছে ডিআরডিও-র ওই গেস্ট হাউস। সেখানে বসেই ভারতের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মহেন্দ্র প্রসাদ পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হাতে তুলে দিচ্ছিল বলে প্রাথমিক অনুমান।

সোমবার মহেন্দ্র প্রসাদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর তাকে হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে বলে খবর।

জয়সলমীরের পোখরানে ডিআরডিও যে সমস্ত মিসাইল এবং অস্ত্রের পরীক্ষানীরিক্ষা চালায়, সেই সমস্ত আধিকারিকরা ওই অতিথি নিবাসে থাকেন। আর সেখানকার ম্য়ানেজার হিসেবে এতদিন কর্মরত ছিল মহেন্দ্র প্রসাদ।

আরও পড়ুন: Pakistani Spy Arrested: স্বাধীনতা দিবসের আগে দেশের প্রতিরক্ষা বিষয়ক তথ্য ফাঁস, রাজস্থান থেকে গ্রেফতার পাক গুপ্তচর

ডিআরডিও গেস্ট হাউসে কনট্র্য়াকচুয়াল ম্যানেজার হিসেবে কাজ করত মহেন্দ্র প্রসাদ।

কোন কোন খবর মহেন্দ্র প্রসাদ পাকিস্তানের হাতে তুলে দিত?

মহেন্দ্র প্রসাদ পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হাতে বিভিন্ন ধরনের তথ্য তুলে দিত বলে খবর।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাক গুপ্তচর সংস্থার বিভিন্ন কর্মীর সঙ্গে মহেন্দ্র প্রসাদ এতদিন পর্যন্ত সংযুক্ত ছিল বলে পুলিশ এবং গোয়েন্দারা জানতে পেরেছেন।

ডিআরডিও-র গবেষকরা কোথায় যাচ্ছেন, ভারতীয় সেনার হাতে কোন ধরনের অস্ত্র আসছে, এই সমস্ত তথ্য মহেন্দ্র প্রসাদ আইএসআইয়ের হাতে তুলে দিত।

কোন কোন নয়া অস্ত্র এবং মিসাইলের পরীক্ষা হবে বা হচ্ছে, সে বিষয়েও মহেন্দ্র প্রসাদ আইএসআইয়ের হাতে তথ্য তুলে দিত বলে খবর।

মহেন্দ্র প্রসাদের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। সেখানে কোন ধরনের ডেটা লুকনো রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

কোন ধারায় মহেন্দ্র প্রসাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে 

১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে মহেন্দ্র প্রসাদের বিরুদ্ধে।