নয়াদিল্লিঃ স্বাধীনতা দিবসের (Independence Day 2025) আগে জঙ্গি হামলার (Terror Attack) আশঙ্কা করে দেশজুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট (High Alert)। আর এরই মাঝে রাজস্থান থেকে ফের গ্রেফতার পাক গুপ্তচর (Pakistani Intelligence Agency ISI)। গ্রেফতার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (DRDO)গেস্ট হাউজের ম্যানেজার। স্পর্শকাতর তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে।
ফের দেশে লুকিয়ে পাক গুপ্তচর, গ্রেফতার ১ যুবক
জানা গিয়েছে,ধৃত ব্যক্তি নাম মহেন্দ্র প্রসাদ। মঙ্গলবার রাজস্থানের জয়সলমীর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ভারতের প্রতিরক্ষা বিভাগের সংবেদনশীল তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশনের বিভিন্ন গবেষণামূলক তথ্যও সীমান্তের ওপাড়ে পাচার করতেন মহেন্দ্র, এমনটাই অভিযোগ। ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাদাবাদ শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, মহেন্দ্র উত্তরাখণ্ডের আলমোড়ার পালিয়ুনের বাসিন্দা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি। অভিযুক্তের মোবাইল ও ব্যবহৃত ডিভাইসে নানা সন্দেহজনক তথ্য পেয়েছেন গোয়েন্দারা। এরপরই গুপ্তচরবৃত্তির অভিযোগে মহেন্দ্র নামে ওই যুবককে গ্রেফতার করা হয়।
স্বাধীনতা দিবসের আগে ফাঁস দেশের তথ্য, রাজস্থান থেকে গ্রেফতার পাক গুপ্তচর
Manager of a #DRDO guest house in #Jaisalmer, has been arrested by #Rajasthan Police for allegedly spying for #Pakistan's ISI.
After being detained and jointly interrogated, evidence emerged confirming his involvement in passing sensitive information about DRDO scientists, army… pic.twitter.com/kRbaCm6A25
— The Times Of India (@timesofindia) August 13, 2025