দিল্লি, ১৮ জুলাই: পাকিস্তানি নাগরিক (Pakistani National) সীমা হায়দর এবং তাঁর প্রেমিক সচিন মীনার বাবা নেত্রপাল সিংকে ফের জেরা করবে উত্তরপ্রদেশের এটিএস। পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে সীমা হায়দরের ( Seema Haider) কোনও যোগ রয়েছে কি না, সে বিষয়ে ফের উত্তরপ্রদেশ এটিএসের তরফে জেরা করা হবে বলে খবর। গত মে মাসে পাকিস্তান থেকে স্বামীর ঘর থেকে ভারতে অবৈধভাবে প্রবেশ করেন সীমা হায়দর। নেপাল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে গ্রেটার নয়ডায় প্রেমিক সচিন মীনার সঙ্গে থাকতে শুরু করেন সীমা হায়দর। ঘটনা জানাজানি হওয়ার পর সীমা হায়দর এবং সচিন মীনাকে গ্রেফতার করা হয়। বর্তমানে জামিন মুক্ত সীমা, সচিন। জামিনে মুক্ত হলেও, সীমার উপর নজর রয়েছে এটিএস এবং আইবির। পাক সেনা বাহিনী বা গুপ্তচর সংস্থার হয়ে কাজ করতেই সীমা হায়দর ভারতে প্রবেশ করেছেন কি না, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।
আরও পড়ুন: Pakistan: পাকিস্তানের সীমাকে ৭২ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে, না হলে... সুর চড়াল হিন্দু সংগঠন
সীমা পাক গুপ্তচর সংস্থার সঙ্গে জড়িত নন বলে যতই দাবি করুন না কেন, সন্দেহ যাচ্ছে না। ফলে সীমার মোবাইল ডেটা পরীক্ষার জন্য ফরেন্সিকে পাঠানো হয়েছে। যদিও ফরেন্সিকে পাঠানোর আগেই সীমার মোবাইল থেকে সমস্ত তথ্য মুছে ফেলা হয় বলে খবর।
জানা যাচ্ছে, সীমার কাকা এবং দাদা পাক সেনা বাহিনীতে রয়েছেন। ফলে তাঁর মোবাইল থেকে গোপণ তথ্য প্রকাশ্যে আসবে বলেই মনে করছে এটিএস। তাঁর পাসপোর্ট,আধার কার্ড এবং ৩ সন্তানের সমস্ত নথি খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। সীমার পাশাপাশি তাঁর ভারতীয় প্রেমিক সচিন মীনাকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করে বলে খবর।