Pakistani Flag (Photo Credit: Wikipedia)

দিল্লি, ১৭ জুলাই: আগামী ৭২ ঘণ্টার মধ্যে ভারত (India) ছাড়তে হবে। না হলে শুরু হবে বিক্ষোভ। পাকিস্তান (Pakistan) থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করা সীমা হায়দরের বিরুদ্ধে এভাবেই সুর চড়াল হিন্দু সংগঠন। দ্য গৌ রক্ষা হিন্দু দলের তরফে জানানো হয়, শত্রু দেশের নাগরিক সীমা হায়দর যেভাবে অবৈধ রাস্তা নিয়ে ভারতে প্রবেশ করেছেন, তা বরদাস্ত করা হবে না। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সীমাকে ভারত ছাড়তে হবে। গৌ রক্ষা কমিটির ওই হুমকি প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়।

২০১৯ সালে পাবজি খেলার সময় বছর ২-এর সচিন মীনার সঙ্গে পরিচায় হয় সীমা হায়দারের। দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হলে ৩০ বছরের বিবাহিত সীমা তাঁর ৩ সন্তানকে নিয়ে নেপাল সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর নয়ডার রভুপুরায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সচিন এবং সীমা একসঙ্গে থাকতে শুরু করেন।

যা জানাজানি হতেই সচিন মীনা এবং সীমা হায়দরকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে দুজনেই জামিন পেয়েছেন। সীমা এবং সচিন জামিন পাওয়ার পর বিষয়টি নিয়ে সুর চড়াতে শুরু করে গৌ রক্ষা হিন্দু দল। শত্রু দেশের কাউকে ভারতে জায়গা দেওয়া হবে না। সীমা একজন পাকিস্তানি চর বলেও দাবি করে সংশ্লিষ্ট সংগঠন। যার প্রেক্ষিতে সীমা জানান, তিনি কোনও চর নন। যদি পাক চচর হতেন, তাহলে নিজে  একা ভারতে প্রবেশ করতেন, সন্তানদের আনতেন না।

এদিকে সীমার স্বামী পাকিস্তানি গুলাম হায়দর দাবি করেন, তাঁর স্ত্রী, সন্তানদের ফেরৎ পাঠানো হোক। অন্যদিকে সীমার পরিবার মেয়েকে আর চান না। তাঁদের তরফে স্পষ্ট জানানো হয়, সীমা থাকুন ভারতে। কিন্তু তাঁর ৩ সন্তানকে যাতে পাকিস্তানে ফেরৎ পাঠানো হয়, সে বিষয়ে দাবি জানানো হয়। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে।