P Chidambaram Taken Into Custody: দীর্ঘ নাটকীয় টানাপোড়েনের পর পি চিদম্বরম সিবিআই হেফাজতে, দেশের প্রাক্তন অর্থমন্ত্রীর বাড়িতে ঢুকে ধরল CBI
সিবিআই কর্তাদের সঙ্গে চিদম্বরম। (Photo Credits: PTI)

নয়া দিল্লি, ২১ অগাস্ট: দীর্ঘ নাটকীয় টানাপোড়েনের পর অবশেষে দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম- (P Chidambaram) কে INX মিডিয়া কেসে হেফাজতে নিল সিবিআই। চিদাম্বরমকে সিবিআই সদর দফতরে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। কংগ্রেসের সদর দফতরে প্রেস কনফারেন্স করে নিজেকে নির্দোষ দাবি করেন। সেখানে তাঁকে তাড়া করে সিবিআই, ইডি। এরপর চিদাম্বরম দিল্লির জোড়বাগে বাড়িতে ঢোকার পর, সিবিআই কর্তারা তাঁর বাড়িতে ঢুকে  হেফাজতে নেন। এবার দেশের প্রাক্তন অর্থমন্ত্রীকে সিবিআইয়ের সদর দফতরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে বলে জানা গিয়েছে।

আজ সারাদিন চিদম্বরমের আইনজীবীরা জামিনের আবেদনের শুনানির জন্য সুপ্রিম কোর্টে মরিয়া চালান। কিন্তু প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অযোধ্য়া মামলার শুনানিতে ব্যস্ত থাকায়, চিদাম্বরমের মামলার শুনানি হয়নি। আরও পড়ুন-ত্রানের কাজে গিয়ে উত্তর কাশীতে কপ্টার দুর্ঘটনা, মেঘ ভাঙা বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত উত্তরাখণ্ড

সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর সারাদিন বেপাত্তা থাকার নিজেকে সামনে এনেছিলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী. আরও পড়ুন-কংগ্রেসের সদর দফতরে বসে প্রেস কনফারেন্সে নিজেকে নির্দোষ দাবি চিদম্বরমের, পাঁচিল টপকে তাঁর বাড়িতে ঢুকলেন সিবিআই কর্তারা

গতকাল সন্ধ্য়া থেকে নিখোঁজ থাকার পর অবশেষে আজ সন্ধ্যায় নিজেকে প্রকাশ্যে আনলেন কংগ্রেসের শীর্ষস্তরের নেতা তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। সিবিআইয়ের হাজিরা অগ্রাহ্য করে বেপাত্তা থাকা চিদম্বরম সটান খোদ কংগ্রেসের সদর দফতরে বসে প্রেস কনফারেন্সে নিজেকে নির্দোষ দাবি করেন। যে কোনও মুহূর্তে গ্রেফতার হতে পারে চিদম্বরম সুপ্রিম কোর্টে গিয়েও লাভ হয়নি।

তবে তাঁর দল কংগ্রেস ও গান্ধী পরিবার এই বিপদে পাশে দাঁড়িয়েছে। INX কেসে তিনি বা তাঁর পরিবারে কেসে কোনও অনিয়ম করেননি বলে চিদম্বরম জানান। নাটকীয় প্রেস কনফারেন্সে এসে চিদম্বরম দাবি করেন, 'আইএনএক্স মিডিয়া মামলায় আমি বা আমার পরিবারের কেউ জড়িত নয়। আদালতে আমার নামে কোনও চার্জশিট পেশ করেনি সিবিআই বা ইডি।'