প্রতীকী ছবি (ফাইল ফটো)

নয়াদিল্লিঃ ফের শিরোনামে দিল্লি(Delhi)ঠাণ্ডা মাথায় পরিকল্পিতভাবে খুন(Murder)এবার স্ত্রীকে খুনের দায়ে গ্রেফতার এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে, দিল্লির মেহরৌলিতে। অভিযুক্ত যুবকের নাম শাদাব আলি। পেশায় একজন পেশাদার চিত্রশিল্পী। উত্তরপ্রদেশের আমরোহার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, স্ত্রী ফতিমাকে জোর করে কীটনাশক ও ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করে সে। স্ত্রীর মৃত্যুর পর গোটা ঘটনা দুই বন্ধু শাহরুখ খান ও তানভীরকে জানায় সে। এরপর তাদের সহায়তায় মৃতদেহ গাড়িতে করে নিয়ে গিয়ে সেখানকার একটি কবরস্থানে কবর দেন। গল্পের মোড় ঘোরানোর জন্য স্ত্রী ফতেমার ফোন থেকে নিজের ফোনে একটি মেসেজ পাঠায় অভিযুক্ত। সেই মেসেজে লেখা, 'আমি অন্য একজনকে ভালবাসি। তাঁকে বিয়ে করতে চাই। আমি পালিয়ে যাচ্ছি।'

সন্দেহের বশে স্বামীর হাতে খুন স্ত্রী

সন্দেহের বশে স্বামীর হাতে খুন স্ত্রী গত ১০ অগস্ট থানায় নিখোঁজ ডায়েরি করেন ফতিমার এক বান্ধবী। তদন্তে নামে পুলিশ। এরপরই ওই এলাকার সিসিটিভি ফুটেজ ঘেঁটে গোটা ঘটনার কিনারা করে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই বন্ধুর সাহায্যে ফতিমার দেহ গাড়িতে তুলছে শাদাব। এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ। প্রথমে মুখ না খুললেও পরে অপরাধের কথা স্বীকার করে সে। পুলিশকে সে জানায়, পরকীয়া সন্দেহে এই চরম সিদ্ধান্ত নেয় সে। শুধু তাই নয়, পুলিশকে সে আরও জানায়, হত্যার আগে ফতেহপুর বেরির একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল ফতিমাকে। সেখানে তাঁকে রোজ কীটনাশক হত। ক্রমে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অবশেষে ১ অগস্ট মৃত্যু হয় তাঁর।

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কীটনাশক খাইয়ে খুন, গ্রেফতার স্বামী