বিজেপির বিরুদ্ধে ভোটে কারচুপি, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ এল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসী থেকে। বিরোধীদের অভিযোগ, উত্তর প্রদেশের বারাণসী-র কিছু জায়গায় ভোটে বড় অনিয়ম করছেন বিজেপির কর্মীরা। সরল প্যাটেল নামের এক এক্স ইউজার (আগে ছিল টুইটার) এই বিষয়ে একটি ভিডিয়ো আপলোড করছেন। যে ভিডিয়োতে দেখা যাচ্ছে এক মহিলা দাবি করছেন, বারাণসীর রোহানিয়ায় ১৯১, ১৯২ ও ১৯৩ নম্বর বুথে ইভিএমে কংগ্রেসের বোতামে টেপ লাগানো আছে। যার ফলে কেউ চাইলেও কংগ্রেসে ভোট দিতে পারছেন না। এই অভিযোগ নিয়ে কমিশনের বক্তব্য এখনও জানা যায়নি। বিজেপি এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।
প্রসঙ্গত, বারাণসী লোকসভা কেন্দ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ইন্ডিয়া জোটেক সমর্থনে কংগ্রেসের প্রার্থী অজয় রাই। আরও পড়ুন-মোদী ধ্যানে বসেছেন এবার আর তাপপ্রবাহ হবে না, দাবি বিজেপির তারকা সাংসদ রবি কিষাণের
দেখুন ভিডিয়ো
ELECTION RIGGING ⚠️ IN PM'S CONSTITUENCY.
Location: Rohaniya
Loksabha: Varanasi
State: Uttar Pradesh
People complained that Congress symbol buttons were taped over on EVM machines at booth numbers 191, 192, and 193. pic.twitter.com/OObBLjiYwq
— Saral Patel (@SaralPatel) June 1, 2024
(লেটেস্টলি এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। )
বারাণসীতে প্রতিটি বুথে বিজেপি কর্মীদের সক্রিয়তা চোখে পড়ার মত। একজন মানুষও যাতে ভোট দিতে আসতে অসুবিধায় না পড়েন, তা নিশ্চিত করার দায়িত্ব নিচুস্তরের বিজেপি কর্মীদের দেওয়া হয়েছে। টানা তিনবার বারাণসী থেকে জয়ের লক্ষ্যে নেমেছেন মোদী।