মাসখানেক আগে কেদারনাথ মন্দিরের (Kedarnath Temple) সোনা চুরি প্রসঙ্গ তুলে বিতর্ক সৃষ্টি করেছিলেন জ্যোতির্মঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ (Swami Avimukteshwaranand)। তাঁর অভিযোগ ছিল প্রায় ২২৮ কেজি সোনা গায়েব হয়েছে। এমনকী তিনি এও অভিযোগ করেছেন যে কেদারনাথের সোনা দিল্লিতে প্রতিকি কেদারনাথ মন্দির গড়ার কাজে লাগানো হবে। এই অভিযোগ সামনে আসার পর থেকেই কংগ্রেস সহ দেশের বিরোধী দলগুলি বিজেপি সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে আগেই দাবি করেছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি (Pushkar Singh Dhami)। এবার এই নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী সতপাল মহারাজ (Satpal Maharaj)।
সোমবার তিনি বলেন, সোনা চুরি হওয়ার কোনও প্রশ্নই উঠছে না। কারণ যিনি মন্দিরে দান করেছিলেন তিনি ২৩ কিলো সোনা দিয়েছেন। এর রসিদও আমাদের কাছে ছিল। ফলে উনি যদি ২৩ কিলো সোনা দিয়েই থাকেন তাহলে ২২৮ কিলো সোনা চুরি হবে কোথা থেকে? গাড়ওয়াল কমিশনকে আমরা সমস্ত তথ্য জমা দিয়েছি, ওনারা তদন্ত করছেন। এই নিয়ে অযথা বিভ্রান্ত না ছড়ানোই ভালো। কংগ্রেস সবকিছু নিয়ে রাজনীতি করতে থাকে, যা একেবারেই ভিত্তিহীন।
Uttarakhand: State Minister Satpal Maharaj alleged gold theft at Kedarnath, saying, "Only 23 kg was donated, as confirmed by a receipt. He has ordered an investigation by the Garhwal Commissioner and promised to release the report..." pic.twitter.com/AYUSQAcQlp
— IANS (@ians_india) August 26, 2024