Representational Image (Photo Credits: PTI)

নয়াদিল্লিঃ ওড়িশাতে (Odisha) ফের ধর্ষণের (Rape) ঘটনা। এবার তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল স্বামীর সহকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ওড়িশার কান্তাবঞ্জির জেলায়। নির্যাতিতার স্বামীকে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়।

জানা গিয়েছে,ঘটনাটি ঘটেছে গত ১৩ অগস্ট। কান্তাবাঞ্জির একটি ভাড়া বাড়িতে স্বামীর সঙ্গে থাকতেন তিনি। সেই সময় বাড়িতে একা ছিলেন তিনি। সেই সময় তাঁকে ধর্ষণ করে স্বামীর অফিসের এক সহকর্মী। অভিযুক্ত ব্যক্তির নাম চিন্টু আগরওয়াল। স্বামীর সঙ্গে পরিচয় থাকায় প্রায়ই বাড়েতি আসা যাওয়া ছিল ওই যুবকের। এদিন সন্ধ্যায় একা থাকার সুযোগ নিয়ে বাড়িতে এসে এই ঘটনা ঘটায় সে। ঘটনা যাতে না জানাজানি হয় তাই তাঁর স্বামীকে প্রাণে মারার হুমকি দেয় চিন্টু। ভয়ে কাউকে কিছু জানাননি নির্যাতিতা। পরে স্বামীকে সব কথা খুলে বলেন তিনি। এরপরই পুলিশের দ্বারস্থ হন তাঁরা। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। খোঁজ চলছে অভিযুক্তের।

ফাঁকা বাড়িতে স্বামীর সহকর্মীর লালসার শিকার গৃহবধূ, পলাতক অভিযুক্ত