Odisha Train Accident (Photo Credit: Twitter)

ভুবনেশ্বর, ৭ জুন: ওড়িশার (Odisha)  বাহানগায় ভায়বহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে স্বামীর। এমনকী বাহানগায়  স্বামীর মৃতদেহ তিনি সনাক্ত করেছেন বলে দাবি করেন ওড়িশার বাসিন্দা গীতাঞ্জলি দত্ত। স্বামী বিজয় দত্তের মৃত্যু হয়েছে, এমন দাবিতে রেলের কাছ থেকে ক্ষতিপূর্ণ বাবাদ ১০ থেকে ১৭ লক্ষ, প্রধানমন্ত্রীর অফিস থেকে ২ লক্ষ এবং মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের অফিস থেকে ৫ লক্ষ ক্ষতিপূর্ণ দাবি করেন। বিজয় দত্তের মৃত্যু হয়েছে বলে গীতাঞ্জলি দত্ত যে সমস্ত সার্টিফিকেট জমা দেন, তা খতিয়ে দেখার পর সত্যি প্রকাশ্যে আসে।

আরও পড়ুন: Odisha Train Accident: চোখের সামনে মৃতদেহের স্তূপ, জলে রক্তের দাগ, ওড়িশায় ট্রেন দুর্ঘটনার পর ট্রমায় বহু NDRF কর্মী

জানা যায়, গীতাঞ্জলি দত্ত যে সমস্ত সার্টিফিকেট জমা দেন, সেই সবকিছু জাল। এরপরই প্রশাসনের তরফে গীতাঞ্জলি দত্তের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে।

এমনকী গীতাঞ্জলি দত্তের স্বামী বিজয় দত্ত-ও স্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপের বিষয়ে সওয়াল করেন।