ভুবনেশ্বর, ৭ জুন: ওড়িশায় (Odisha) ট্রেন দুর্ঘটনার পর কার্যত বিধ্বস্ত জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দলের সদস্যরা (NDRF)। গত শুক্রবার বালাসোরের বাহানগায় করমণ্ডল এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পরপরই তোলপাড় শুরু হয় প্রায় গোটা দেশ জুড়ে। দুর্ঘটনার ভয়াবহতায় শিউরে উঠতে শুরু করেন মানুষ। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দল যখন উদ্ধার কাজ শুরু করে, রক্ত, আর্তনাদ যেন এক মুহূর্ত শান্ত থাকতে দিচ্ছে না NDRF-এর বহু কর্মীকে। ওড়িশায় ট্রেন দুর্ঘটনার পর চারপাশে রক্ত দেখে বিপর্যয় মোকাবিলাকারী দলের বহু সদস্য যেন খিদে ভুলেছেন। কার্যত হতবাক হয়ে যাচ্ছেন অনেকে।
এনডিআরএফের ডিরেক্টর অতুল কারওয়াল জানান, তাঁর দলের অনেকে মানসিকভাবে বিধ্বস্ত। অনেকে খেতে পারছেন না চোখের সামনে মানুষের আর্তনাদ শুনে, একের পর এক মৃতদেহ চোখের সামনে পড়ে থাকতে দেখে।
আরও পড়ুন: Coromandel Express Accident: 'অতীত দেখো', করমণ্ডল দুর্ঘটনা নিয়ে বিজেপিকে আক্রমণ রাহুলের
বিপর্যয় মোকাবিলাকারী দলের অনেকে জল খেতে পারছেন না। জল খেতে গেলেই রক্ত মনে করে তা দূরে ঠেলে দিতে শুরু করেছেন বলে জানা যাচ্ছে। সবকিছু মিলিয়ে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর রক্ত, মৃতদেহের পাহাড় দেখে কার্যত মানসিকভাবে বিধ্বস্ত বিপর্যয় মোকাবিলাকারী দলের অনেকে।