নয়াদিল্লি, ১১ মে: করোনা সংক্রমণের (Coronavirus) জেরে লকডাউন গোটা দেশ (Lockdown In India)। লকডাউনের জেরে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের বেতনে কোপ পড়তে চলেছে। এমন একটি তথ্য প্রকাশ্যে এসেছিল কিছুদিন আগেই। একটি টিভি চ্যানেলে দেখানো হয়েছিল খবরটি। রিপোর্টটিতে বলা হয়েছিল, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কমতে পারে ৩০ শতাংশ। গ্রুপ ডি এবং চুক্তিভিত্তিক কর্মী ছাড়া বাকি কর্মীদের বেতন ৩০ শতাংশ পর্যন্ত কাটা হতে পারে। সোমবার অর্থমন্ত্রী জিতেন্দ্র সিং (Union Minister Jitendra Singh) এই তথ্যকে ভিত্তিহীন বলে জানান। আরও পড়ুন: Telangana: কাগজ কলে ক্লোরিন গ্যাস লিক, আতঙ্ক ছড়াল গোটা এলাকায়
অর্থমন্ত্রকের তরফে একটি টুইটে জানানো হয়, ‘কোনও গ্রেডের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই বেতন কাটার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সংবাদমাধ্যমে ভিত্তিহীন খবর প্রচারিত হচ্ছে।’ জিতেন্দ্রি সিং-ও টুইট করে জানিয়েছেন, ‘কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাটার বিষয়ে যে তথ্য প্রকাশ্যে এসেছে তার কোনওরকম সত্যতা নেই। দয়া করে এসব ভুয়ো খবর এড়িয়ে চলার চেষ্টা করুন।‘
There is no proposal under consideration of Govt for any cut whatsoever in the existing salary of any category of central government employees.
The reports in some section of media are false and have no basis whatsoever.@nsitharamanoffc @PIB_India @DDNewslive @airnewsalerts
— Ministry of Finance 🇮🇳 #StayHome #StaySafe (@FinMinIndia) May 11, 2020
Please ignore the FAKE NEWS being circulated in a section of media.
There is no proposal by the Government to carry out deduction in the salary of its employees.@DoPTGoI
— Dr Jitendra Singh (@DrJitendraSingh) May 11, 2020
মারণ ভাইরাস করোনাকে রুখতে সামাজিক দূরত্বই সবচেয়ে বড় হাতিয়ার। যার জেরে লকডাউন ক্রমশ বাড়ছে। লকডাউনের জেরে থমকে গোটা দেশ। যার জেরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনে কাঁটছাঁট হওয়ার কথা প্রকাশ্যে আসে। এমনকী, কর্মচারীরা পাবেন না LTC, OTA, চিকিৎসা খাতের টাকা। এমন তথ্যও প্রকাশ্যে আসে। সেই সংক্রান্ত তথ্যকে গুজব বলে উড়িয়ে দিল সরকার।