পাটনা, ২৪ অগাস্ট: প্রত্যাশা মতোই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) নতুন মহাজোট সরকার আজ বিধানসভায় আস্থা ভোট (Trust Vote) জিতেছে। ভোটের আগে তাঁর বক্তব্যের প্রতিবাদে ওয়াকআউট করে বিজেপি। ২৪৩ আসনের বিহার বিধানসভায় ১৬৪ জন বিধায়ক নীতীশ কুমারের সরকারকে সমর্থন করেছেন। আস্থা প্রস্তাবের বিতর্কের সময় বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব (Tejashwi Yadav) বলেছেন, নতুন অংশীদারিত্ব হবে ঐতিহাসিক। লালুপুত্র বলেন, "এটি একটি অন্তহীন ইনিংস, এটি হবে ঐতিহাসিক। আমাদের পার্টনারশিপ দীর্ঘ হবে। কেউ রানআউট হবে না।"
বিতর্ক চলাকালীন বিজেপির তারাকিশোর প্রসাদ আক্রমণ করেন তাঁর প্রাক্তন বস নীতীশ কুমারকে। তিনি বলেন, নীতীশ রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। নীতীশকে কটাক্ষ করে প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী বলেন, নিজের পায়ে মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষমতা না থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী হওয়ার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা রয়েছে বিহারের মুখ্যমন্ত্রীর। আরও পড়ুন: Jammu & Kashmir: সীমান্তে সন্দেহভাজন গতিবিধি, সেনার নজর বাড়তেই বিস্ফোরণে উড়ে গেল ২ পাক জঙ্গি, দেখুন ভিডিয়ো
আজ বিধানসভার অধিবেশন শুরু হতেই স্পিকার পদ থেকে পদত্যাগ করেন বিজেপি বিধায়ক বিজয় কুমার সিনহা। বিজয়ের বিরুদ্ধে আগেই অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিলেন আরজেডি-জেডি(ইউ)-কংগ্রেস-হাম-বাম জোটের বিধায়কেরা। কিন্তু তিনি ইস্তফা দেওয়া সেই প্রস্তাব সভায় উত্থাপনের প্রয়োজন হয়নি। আস্থা ভোট পরিচালনা করেন ডেপুটি স্পিকার মহেশ্বর হাজারি। তিনি জেডিইউ বিধায়ক।
বিজেপির সঙ্গ ত্যাগ করার পর ১০ অগাস্ট অষ্টমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন নীতীশ কুমার। উপ মুখ্যমন্ত্রী পদে আরজেডি নেতা তেজস্বী যাদব। নীতিশের মন্ত্রিসভায় ৩১ জন মন্ত্রীর মধ্যে আরজেডি-র ১৬ জন, জেডিইউ-র ১১ জন রয়েছেন। এছাড়াও কংগ্রেসের ২ জন, জিতন রাম মাঞ্জির হিন্দুস্তানি আওয়াম মোর্চার ১ জন মন্ত্রী হয়েছেন। এক নির্দল বিধায়কও মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন।