নতুন দিল্লি, ৩০ জানুয়ারি: নির্ভয়াকাণ্ডের (Nirbhaya Case) আসামি অক্ষয় কুমার সিংয়ের (Akshay Singh) কিউরেটিভ পিটিশন (Curative Petition) খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এর ফলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করা ছাড়া অক্ষয়ের কাছে আর কোনও আইনি দিক খোলা নেই। আজ সুপ্রিম কোর্ট অক্ষয়ের করা আবেদনের কোনও মেরিট পায়নি। অপর এক আসামি বিনয় শর্মাও শীর্ষ আদালতে কিউরেটিভ পিটিশন দাখিল করেছে। বেঞ্চ এখনও শুনানির জন্য বিষয়টি তালিকাভুক্ত করেনি। চতুর্থ আসামি পবন গুপ্তা এখনও কিউরেটিভ পিটিশন দাখিল করেনি।
গত রাতে আর এক অপরাধী বিনয় শর্মা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন জানিয়েছে। আবেদবে সে বলেছে, "বিচার চলাকালীন সংশোধনাগারে বহুবার মরেছে সে, তাহলে আর কেন আবার ফাঁসি দেওয়া হবে?" পিটিশনে বিনয়ের দাবি, "কেউ আমার কথা শোনেনি। আশা করছি আপনি আমার ঘটনা শুনবেন, সে জন্য পিটিশন দাখিল করছি। ২০১২ সালের ডিসেম্বর মাসের পর থেকে কী ভাবে আমার জীবন সম্পূর্ণ বদলে গিয়েছে, তা জানানোর এটাই শেষ সুযোগ। আমি এ বিষয়ে সবকিছু বলতে চাই, যাতে আমি একমাত্র ফাঁসিরই যোগ্য কি না তা আপনি বিচার করতে পারেন।" আরও পড়ুন: Rahul Gandhi: নরেন্দ্র মোদি ও মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে একই মতাদর্শে বিশ্বাসী: রাহুল গান্ধী
এদিকে ফাঁসির আর মাত্র দু দিন বাকি। এখনও তা রদ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নির্ভয়ার ধর্ষক-খুনিরা। সুপ্রিমকোর্টে কিউরেটিভ পিটিশনের শুনানির আগেই আজ ফাঁসি পিছিয়ে দেওয়ার দাবিতে দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্টে আর্জি জানায় আসামিদের আইনজীবী এপি সিং। ১ ফেব্রুয়ারির ফাঁসি স্থগিত রাখার আর্জি জানিয়ে তিনি পাতিয়ালা হাউজ় কোর্টে পিটিশন দাখিল করেন। আবেদনে তিনি দাবি করেন যে দিল্লি জেল আইন বলছে একই মামলায় একজন সাজপ্রাপ্ত আসামির মৃত্যুদণ্ড কার্যকর কর যাবে না, কারণ একই মামলায় বাকি সাজাপ্রাপ্তরা এখনও আইনি প্রতিকার চাইছেন।