নয়াদিল্লিঃ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে স্ত্রী (Wife)। এই সন্দেহে হোটেলের (Hotel)রুমে জীবন সঙ্গীকে খুন (Murder)করে থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে দিল্লিতে। অভিযুক্ত যুবকের নাম গোপাল শর্মা। বয়স ২৪। তার বাড়ি উত্তরপ্রদেশের মথুরায়। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, কিছু বছর আগে কৃতি নামে এক তরুণীর সঙ্গে বিয়ে হয় গোপালের। গত ২০ জুন স্ত্রীকে নিয়ে দিল্লির নিউ ভিক্টোরিয়া হোটেলে গিয়ে ওঠে গোপাল। রাত ৯ টা নাগাদ একাই হোটেল থেকে বেড়িয়ে যায় গোপাল। খাবার আনতে যাচ্ছে বলে হোটেলের কর্মীদের জানায় সে। এরপর আর দেখা মেলেনি তার। সোজা মথুরায় ফিরে যায় সে। সেখানে গিয়ে পুলিশকে সে জানায়, স্ত্রীকে খুন করে দিল্লির হোটেলে রেখে এসেছে সে।
হোটেলের রমে স্ত্রীকে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ স্বামীর
হোটেলে খবর দেওয়া হলে, কর্মীরা গিয়ে দেখেন রুমের মধ্যে পড়ে রয়েছে কৃতির নিথর দেহ। এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে গ্রেফতার করে দিল্লির পাহাড়গঞ্জ থানায় আনা হয়। পুলিশি জেরায় গোপাল জানায়, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন কৃতি, এমনটাই সন্দেহ ছিল তার। এই নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তির সূত্রপাত। বচসা চরমে পৌঁছলে স্ত্রীকে খুন করে সে। ইতিমধ্যেই কৃতির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সন্দেহের বশে হোটেলের রুমে জীবন সঙ্গিনীকে খুন করে পুলিশকে ফোন স্বামীর
Delhi: A 24-year-old woman, Kirti Sharma, was murdered by her husband inside room 305 of Hotel Victoria in Paharganj, Central Delhi. The husband, a Mathura resident, killed her at night and fled on the pretext of getting food. He later surrendered at Mathura police station. Delhi… pic.twitter.com/T5LPIei4GV
— IANS (@ians_india) June 21, 2025