Kolkata: করোনা আক্রান্ত ২ বিচারক, উদ্বেগ প্রকাশ করে হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি বিচারকদের সংগঠনের
কলকাতা হাইকোর্ট (Photo Credits: ANI)

কলকতা, ৬ জুন: করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন আলিপুর জেলা আদালতের (Alipore District Court) ২ বিচারক। এদিকে ১১ জুন থেকে খুলছে কলকাতা হাইকার্ট। আলিপুর জেলা আদালতে ২ বিচারকের করোনা আক্রান্ত হওয়ার এই প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতিকে চিঠি পাঠাল বিচারকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (West Bengal Judicial Service Association)। আদালত খুললে নিরাপদে কীভাবে কাজ করা যাবে, সে বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে। আদালতের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করার আগে পরিস্থিতি মূল্যায়নের জন্য আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়ার আবেদন জানিয়েছে সংগঠনটি।

১১ জুন খোলার পরে ১৫ জুন এজলাসে মামলার শুনানি হবে। এরপর আবার আদালত বসবে ১৭ জুন এবং ১৯ জুন। এরপর আদালত তার ভবিষ্যতের কার্যক্রম ঘোষণার আগে পরিস্থিতি পর্যালোচনা করবে। বিচারপতি ছাড়াও মামলার শুনানিতে আদালতের তিন আধিকারিক এবং প্রত্যেক পক্ষের একজন আইনজীবীর উপস্থিত অনুমতি দেওয়া হবে। মামলার শুনানি চলাকালীন আইনজীবী সহ মোট উপস্থিতির সংখ্যা আটজনের বেশি হবে না। আরও পড়ুন: Kolkata: ১১ জুন থেকে খুলছে কলকাতা হাইকোর্ট

জানা গেছে, করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ রুখতে যাবতীয় সুরক্ষা মেনেই হাইকোর্টের কাজকর্ম চলবে। ২টি ডিভিশন বেঞ্চ ও তিনটি সিঙ্গল বেঞ্চ বসবে৷ জামিন মামলার শুনানি হবে ভিডিয়ো কনফারেন্সে৷