Kolkata: ১১ জুন থেকে খুলছে কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট (Photo Credit: PTI)

কলকতা, ৬ জুন: ১১ জুন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হবে। এক বিজ্ঞপ্তিতে গতকাল কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল জানিয়েছেন। ১১ জুন খোলার পরে ১৫ জুন এজলাসে মামলার শুনানি হবে। এরপর আবার আদালত বসবে ১৭ জুন এবং ১৯ জুন। এরপর আদালত তার ভবিষ্যতের কার্যক্রম ঘোষণার আগে পরিস্থিতি পর্যালোচনা করবে। বিচারপতি ছাড়াও মামলার শুনানিতে আদালতের তিন আধিকারিক এবং প্রত্যেক পক্ষের একজন আইনজীবীর উপস্থিত অনুমতি দেওয়া হবে। মামলার শুনানি চলাকালীন আইনজীবী সহ মোট উপস্থিতির সংখ্যা আটজনের বেশি হবে না।

জানা গেছে, করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ রুখতে যাবতীয় সুরক্ষা মেনেই হাইকোর্টের কাজকর্ম চলবে। ২টি ডিভিশন বেঞ্চ ও তিনটি সিঙ্গল বেঞ্চ বসবে৷ জামিন মামলার শুনানি হবে ভিডিয়ো কনফারেন্সে৷ আরও পড়ুন: Unlock 1.0: লকডাউন কার মতামতের ভিত্তিতে তোলা হয়? জবাব চেয়ে কেন্দ্র ও রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের

শুক্রবারই লকডাউন তোলার সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকার ও কেন্দ্রকে নোটিশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ নোটিশে হাইকোর্ট জানতে চেয়েছে, লকডাউন তোলার আগে কার পরামর্শ নেওয়া হয়েছিল? ১১ জুনের মধ্যে কেন্দ্র ও রাজ্য সরকারকে এই বিষয়ে হলফনামা জমা দিতে বলেছে আদালত৷