প্রতীকী ছবি| (Photo Credits: PTI)

কলকাতাঃ গত ১৭ জুন থেকে খুলে গিয়েছে রাজ্যের স্নাতক স্তরে ভর্তির পোর্টাল (UG admission portal)। ১৮ জুন সকাল থেকে শুরু হয়ে গিয়েছে অনলাইন (Online) আবেদন। প্রতিবছরের মতোই অভিন্ন পোর্টালে বিভিন্ন বিষয় নিয়ে পড়ার জন্য আবেদন করছেন পড়ুয়ারা। তবে এই প্রতিবারের থেকে চলতি বছরের ছবিটা একটু আলাদা। এবার বাংলার কলেজে পড়ার জন্য ভিনরাজ্যের পড়ুয়াদের আগ্রহ অনেকটাই বেড়েছে। পাল্লা দিয়ে বাড়ছে ভিনরাজ্য থেকে আবেদনের সংখ্যা। উচ্চ শিক্ষা দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত ভিনরাজ্য থেকে ১৬০০ আবেদন জমা পড়েছে। গত বছর এই আবেদনের সংখ্যা ছিল ৫০০। আগামীতে এই সংখ্যাটা আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে। ওড়িশা, অসম, মহারাষ্ট্র, গুজরাট, বিহার, কর্ণাটক, কেরল, অন্ধ্রপ্রদেশের মতো একাধিক রাজ্য থেকে আবেদন জমা পড়ছে বলে খবর। সূত্রের খবর, মঙ্গলবার বিকেল পর্যন্ত মোট ১২ লক্ষ ৭৫ হাজার ৭০৯ টি আবেদন জমা পড়েছে।

বাংলায় এসে পড়তে আগ্রহী ভিনরাজ্যের পড়ুয়ারা, জমা পড়ল কয়েক হাজার আবেদন

প্রসঙ্গত, ২০২৪ সালে চালু হয়েছে ‘সেন্ট্রালাইজ়ড অ্যাডমিশন পোর্টাল’। অনলাইন আবেদনের মাধ্যমে এই পোর্টালের অন্তর্ভুক্ত ১৭ টি বিশ্ববিদ্যালয়, ৪৬০টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে পড়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। আবেদন করার জন্য পড়ুয়াদের দেশের যে কোনও স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। এই পোর্টালে ক্রিত্তিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই-এর ব্যবহার থাকছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই পোর্টালের নাম দেওয়া হয়েছে 'বীণা।' এই পোর্টালের মাধ্যমে সর্বাধিক ২৫ টি কলেজে বিনামূল্যে আবেদন করার সুযোগ পাবেন ছাএছাত্রীরা।

 বাড়ছে বাংলার কলেজে পড়ার আগ্রহ, ভিনরাজ্য থেকে সরকারি পোর্টালে জমা পড়ল কয়েক হাজার আবেদন

আবেদনকারী পড়ুয়াদের জন্য রইল গুরুত্বপূর্ণ কিছু তথ্য