প্রতীকী ছবি (Photo Credits: ANI)

কলকাতাঃ ছুটির সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ কখনও কখনও মেঘের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে রোদ কোথাও কোথাও আবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর জেনে নিন, আজ, রবিবার দিনভর কেমন থাকবে বঙ্গের আবহাওয়া। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে যা ক্রমে পশ্চিম দিকে সরতে শুরু করেছে বাংলার উপর এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব না পড়লেও মৌসুমি অক্ষরেখা সক্রিয় হওয়ায় বঙ্গোপসাগরের দিক থেকে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। যার জেরে ঝড়বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে ইতিমধ্যেই দক্ষিণ ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়া নিষেধ

রবিবার কি বৃষ্টিতে ভাসবে কলকাতা?

অন্যদিকে, আজ রবিবার দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ভিজতে পারে হাওড়া, হুগলি, দুই ১৪ পরগণা, পূর্ব পশ্চিম মেদিনীপুর তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত কারণে ভ্যাপসা গরম অব্যাহত আজ, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩. ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮. ডিগ্রি সেলসিয়াস

ছুটির সকালে বঙ্গের আকাশে মেঘ-রোদের আলোআঁধারি, বৃষ্টির দেখা কি মিলবে?