মেঘলা আকাশ (Photo Credits: Pixabay)

কলকাতাঃ ছুটির সকাল থেকেই আকাশের মুখ ভার জেলায় জেলায় মেঘলা আকাশ কোথাও বা ছিটেফোঁটা বৃষ্টি সকাল থেকেই আকাশে মেঘ ভাবাচ্ছে তো সারাদিন কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? তাহলে জেনে নিন আজ দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৭ অগস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ, রবিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গেই ঘণ্টায় ৩০-৪০ প্রতি কিমি বেগে ঝোড়ো হওয়া বইতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, নদিয়া এবং দুই ২৪ পরগনা দুই বর্ধমানে আগামী বুধবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ আরও বাড়বে কিন্তু ভ্যাপসা গরম থেকে মুক্তি নেই বৃষ্টি হলেও অস্বস্তি জারি থাকবে আগামিকাল অর্থাৎ সোমবার উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং-সহ জলপাইগুড়িতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া।

ছুটির সকালে আকাশের মুখ ভার,সারাদিন কেমন থাকবে আবহাওয়া? যা জানাল হাওয়া অফিস