কাগজের প্লেট হিসেবে ব্যবহৃত হচ্ছে রোগীদের রিপোর্ট (ছবি:X)

নয়াদিল্লিঃ সোশ্যাল মিডিয়ায় (Social Media) সম্প্রতি একটি ভিডিয়ো (Video) ভাইরাল (Viral) হয়েছে। যাতে দেখা যাচ্ছে, রোগীদের রিপোর্ট (Health Report) কাগজের প্লেট হিসেবে ব্যবহৃত হচ্ছে। মুম্বইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল (কেইএম) হাসপাতালের ঘটনা এটি। প্রাক্তন মেয়র কিশোরী পেডনেকর (Kishori Pednekar)সামাজিক মাধ্যম এক্স-এ একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যাতে দেখা যাচ্ছে, কাগজের থালায় স্পষ্ট রোগীদের নাম, রোগের বিবরণ ইত্যাদি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়োটি পোস্ট করে পেডনেকর প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। তিনি লেখেন, "কী হচ্ছে?? প্রশাসন জেগে উঠুক...!এত বেপরোয়া হবেন না।" ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে মুম্বই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন। বিষয়টি খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই ডেপুটি কমিশনার (জনস্বাস্থ্য) এর নেতৃত্বে একটি কমিটিও গঠন করেছে মুম্বই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন। ঘটনায় ছয় কর্মীকে শোকজ নোটিশ ধরিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালের  ডিন ডঃ সঙ্গীতা রাভাত অবশ্য জানিয়েছেন, রোসগীদের রিপোর্ট থেকে প্লেটগুলি তৈরি করা হয়নি। সংবাদসংস্থা পিটিআই-কে তিনি বলেন, " এগুলি নতুন রিপোর্ট নয়। পুরনো  রিপোর্ট পুনর্ব্যবহার করার জন্য স্ক্র্যাপ ডিলারদের দেওয়া হয়। এক্ষেত্রেও তাই হিয়েছিল। একমাত্র ভুল ছিল যে কাগজগুলো তাঁদের দেওয়ার  আগে টুকরো টুকরো করা হয়নি।"

দেখুন ভিডিয়ো