দিল্লি, ২৫ মে: এবার রহস্যজনক মৃত্যু পরিচালকের। উত্তরপ্রদেশের সোনভদ্রের একটি হোটেলের রহস্যজনকভাবে মেলে পরিচালকের মৃতদেহ। সুভাষ চন্দ্র তিওয়ারি নামে ওই ভোজপুরী পরিচালকের মৃত্যু কীভাবে হল, তা নিয়ে কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের তথ্য অনুযায়ী, একটি ছবির শ্যুটের জন্য সুভাষ চন্দ্র তিওয়ারি নিজের গোটা দলের সঙ্গে তিরুপতির একটি হোটেলে ছিলেন। গত ২৪ মে সোনভদ্রের হোটেলের ঘর থেকে আচমকাই পরিচালকের দেহ মিললে, তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ আধিকারিক যশবীর সিং জানান, সুভাষ চন্দ্র তিওয়ারির শরীরে কোনও আঘাতের চিহ্ন এখনও মেলেনি। কীভাবে পরিচালকের মৃত্যু হল, তা জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে তবেই সুভাষ চন্দ্র তিওয়ারির মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে বলে জানান ওই পুলিশ আধিকারিক।
জনপ্রিয় অভিনেতা নীতেশ পান্ডে এবং বৈভবী উপাধ্যায়ের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে ফের রূপোলি পর্দার আরও একজনের মৃত্যু ঘিরে কার্যত চাঞ্চল্য ছড়ায়। মহারাষ্ট্রের ইগতপুরীতে শ্যুটিংয়ের সময় নীতেশ পান্ডে হৃদরোগে আক্রান্ত হন। অসুস্থ হওয়ার পর তিনি চিকিৎসার সময় দেননি। অন্যদিকে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় বৈভবী উপাধ্যায়ের।
নীতেশ এবং বৈভবীর মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আন্ধেরির ফল্যাট থেকে উদ্ধার হয় জনপ্রিয় মডেল অভিনেতা আদিত্য সিং রাজপুতের দেহ।