Donald Trump (Photo Credits: Facebook)

নয়াদিল্লিঃ ইরান-ইজরায়েল (Iran Israel Conflict) সংঘাতে এবার সরাসরি জড়িয়ে পড়ল আমেরিকা। ইরানে অন্তত তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা (America), এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানের ফোরদো, নাতানজ় ও ইসফাহানে অবস্থিত তিনটি পারমাণবিক কেন্দ্রে 'সফল' অভিযান চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। যদিও ইরান সরকারের পক্ষ থেকে এই হামলার কথা স্বীকার করা হয়েছে।

ইরানে পরপর হামলা, 'সফল' অভিযান মার্কিন সেনার

শনিবার (স্থানীয় সময়), নিজের সমাজমাধ্যম ‘ট্রুথ-’-এ এই হামলার কথা জানান ট্রাম্প। এই প্রসঙ্গে তিনি লেখেন, "ইরানে 'সফল' অভিযান চালিয়েছে আমেরিকার সেনাবাহিনী। ইরানের ফোরদো, নাতানজ় ও ইসফাহানে হামলা চালানো হয়েছে। এই হামলার পর ইরানের আকাশসীমা ব্যবহার করছে না আমেরিকার বিমানগুলি। এই অভিযান সফল করে সমস্ত মার্কিন বিমান নিরাপদে দেশে ফিরেছে।" পাশাপাশি মার্কিন সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প লেখেন, "এখনও পর্যন্ত অন্য কোনও দেশ এই ধরনের অভিযান চালাতে পারেনি। তবে এবার শান্তির সময় এসে গিয়েছে।এরপর আমেরিকার প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন স্থানীয় সময় ৭ টা ৩০ মিনিটে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মার্কিন প্রেসিডেন্ট।

ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানো হবে কী না সেই বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবে আমেরিকা, এমনটাই জানানো হয়েছিল হোয়াইট হাউসের তরফে। কিন্তু দু'সপ্তাহ তো দূর, দু'দিনের মাথায় ইরানে হামলা চালাল মার্কিন সেনা। সেই সঙ্গেই পশ্চিম এশিয়ার বাড়ন্ত অশান্তিতে এবার সরাসরি জড়িয়ে পড়ল আমেরিকা। ইরান ইজরায়েলের লড়াইয়ে আমেরিকার সরাসরি হস্তক্ষেপে অশান্তির কোন পথে বাঁক নেবে তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

ইরানে সরসরি হামলা আমেরিকার, তিনটি পরমাণু কেন্দ্রে 'সফল' আক্রমণ মার্কিন সেনাবাহিনীর