প্রতীকী ছিব (Photo Credits: Pixabay)

নয়ডা, ১১ জানুয়ারিঃ শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করল স্বামী। মৃতা স্ত্রীর দেহ বাড়িতে রেখে বাইরে থেকে থালা ঝুলিয়ে পলাতক স্বামী। বাড়ি থেকে দুর্গন্ধ ছড়াতেই মঙ্গলবার পুলিশকে খবর দেয় প্রতিবেশী। পুলিশ এসে বাড়ির তালা ভেঙে মহিলার পচা গলা দেহ উদ্ধার করে। মৃতার মাথা, মুখ, ঘাড়ে রয়েছে একাধিক ক্ষতের চিহ্ন। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে। শ্যালিকাকে ধর্ষনের চেষ্টা, দেহ পুড়িয়ে প্রমাণ লোপাট, পলাতক জামাইবাবু

পুলিশ সূত্রে খবর, অন্য পুরুষদের সঙ্গে ফোনে গল্প করতেন ২২ বছরের অঞ্জলির। সেই নিয়ে স্বামীর সঙ্গে অশান্তি লেগেই থাকত। এদিন দুজনের মধ্যে বচসা চলাকালীন এমন কাণ্ড ঘটায় অভিযুক্ত সুরজ কুমার। উত্তরপ্রদেশের আজমগড়ে একটি ভাড়া বাড়িতে থাকতেন দম্পতি। ৪ বছর আগে অঞ্জলি এবং সুরজের বিয়ে হয়। তাঁদের একটি সন্তান রয়েছে। সে থাকে তাঁর দাদুদিদার বাড়ি।  ছুরির ভয় দেখিয়ে ১৪ বছরের নাবালিকাকে সিঁদুর পরালেন ১৬ বছরের নাবালক

একটি আসবাবপত্র উৎপাদনকারী সংস্থায় কাজ করতেন সুরজ। সে কাজে বেরিয়ে গেলেই তাঁর স্ত্রী অন্য পুরুষদের সঙ্গে ফোনে গল্প করতেন। যা একেবারেই মেনে নিতে পারতেন না সুরজ। গত এক মাস হয়েছে সুরজের চাকরি চলে গিয়েছে। তার উপর স্ত্রীয়ের অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক। সব মিলিয়ে মানসিকভাবে অশান্তিতে ভুগছিলেন তিনি। ফলাফল স্ত্রী অঞ্জলির হত্যা।

প্রায় এক সপ্তাহ ধরে  দম্পতির বাড়িতে তালা ঝুলতে দেখে প্রতিবেশী। শুরুতে কেউ কিছু আঁচ করতে পারেনি। ধীরে ধীরে যখন মৃতদেহে থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে তখনই পুলিশকে খবর দেয় প্রতিবেশীরা। ঘরের তালা ভেঙে উদ্ধার করে ২২ বছরের অঞ্জলির পচাগলা মৃতদেহ। ঘরের দরজায় মিলেছে চাপ চাপ রক্তের দাগও। পলাতক স্বামীর খোঁজ চালাচ্ছে পুলিশ।