নয়াদিল্লিঃ স্ত্রীর (Wife) গায়ের রং কালো। ওজন (Weight) বেশি। এই নিয়ে স্ত্রীকে নিত্য খোঁটা। শুধু তাই নয়, সেই কারণে স্ত্রীকে কেমিক্যাল মাখিয়ে পুড়িয়ে মেরেছিল স্বামী। দীর্ঘ ৮ বছর পর অভিযুক্ত স্বামীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিল আদালত। সমাজে এই ধরনের অপরাধ গ্রহণযোগ্য নয় বলে পর্যবেক্ষণ বিচারকের। এই ধরনের অপরাধ শুধুমাত্র স্ত্রীর সঙ্গে নয়, এই অপরাদজ মানবজাতির উপর আঘাত হানে বলে মত বিচারকের।
স্ত্রীকে খুনের সাজা, অভিযুক্ত স্বামীকে মৃত্যুদণ্ড দিল কোর্ট
জানা গিয়েছে, ২০১৭ সালের ২৪ জুন ঘটনাটি ঘটে রাজস্থানের উদয়পুরে। অভিযুক্তের নাম কৃষ্ণলাল। লক্ষ্মী নামে এক তরুণীর সঙ্গে বিয়ে হয় তার। অভিযোগ, বিয়ের পর থেকেই লক্ষ্মীর গায়ের রঙ নিয়ে খোঁটা দিতে শুরু করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমনকী তাঁর ওজন নিয়েও বহু কটাক্ষের শিকার হতে হয় তাঁকে। ২০১৭ সালের ২৪ জুন স্ত্রীকে গোটা শরীরে একটি কেমিক্যাল মাখতে বলে কৃষ্ণলাল। বলা হয়,এটি মাখলেই ফর্সা হয়ে যাবেন তিনি। স্বামীর কথামতো তা গোটা শরীরে মাখতেই লক্ষ্মীর গায়ে আগুন লাগিয়ে দেয় কৃষ্ণলাল। যন্ত্রণায় চিৎকার শুরু করেন লক্ষ্মী। সেই সময় ঘর থেকে পালিয়ে যান স্বামী। লক্ষ্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান শ্বশুর এবং শাশুড়ি। হাসপাতালেই কয়েকদিন পর মৃত্যু হয় লক্ষ্মীর। এরপরই স্বামী কৃষ্ণলালকে গ্রেফতার করে উদয়পুরের বল্লভগর থানার পুলিশ। সেই মামলাতেই অবশেষে কৃষ্ণলালকে মৃত্যুদণ্ড দিল মাভলির নিম্ন আদালত।
গায়ের রঙ কালো হওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মেরেছিল স্বামী, অবশেষে অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিল আদালত
Rajasthan Man Pours Acid On Wife Due To Her Dark Complexion, Gets Death Penalty https://t.co/2WTBTjAoS6 pic.twitter.com/da5dCqf7kK
— NDTV (@ndtv) September 1, 2025