Twitter Removes Amit Shah's Profile Picture: কপিরাইট লঙ্ঘনের দায়ে টুইটার সরিয়ে দিল অমিত শাহর ডিপি, কী হল তারপর?
অমিত শাহ(File Image)

নতুন দিল্লি, ১৩ নভেম্বর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) নিজের ছবির উপরেই নেই কোনও অধিকার? এমনটাই ঘটেছে। ভাবতে পারেন? বৃহস্পতিবার সন্ধ্যারাতে আচমকাই স্বরাষ্ট্রমন্ত্রীর টুইটার হ্যান্ডল থেকে উড়ে গিয়েছে তাঁর ডিপি। টুইটারে গিয়ে অমিত শাহর প্রোফাইল খুললেই দেখা যাচ্ছিল “Media Not Displayed. This image hasbeen removed in response to a report from the copyright holder।” এই দেকে গেরুয়া শিবিরে তো মহা শোরগোল পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ছবি সরিয়ে নেওয়া হয়েছে কপি রাইট আইন লঙ্ঘিত হয়েছে বলে? এটা কী কখনও হতে পারে? তবে বেশ কিছুক্ষণ পরে টুইটরা স্বতঃপ্রণোদিত হয়ে ফের অমিত শাহর ডিপি ফিরিয়ে দেয়। আরও পড়ুন-Coronavirus Cases In India: দিল্লিতে ভয়াবহ সংক্রমণের গতি, ভারতে মোট করোনা আক্রান্ত ৮৬ লাখ ৮৩ হাজার ৯১৭

এক বিবৃতিতে জানানো হয়, কেউ একজন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ডিপি-র প্রতি কপিরাইট ক্লেম করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে টুইটার। তবে আমেরিকায় যা যখন তখন ঘটতে পারে তা ভারতে সম্ভব নয়। এটা বোধহয় টুইটারের জানা ছিল না। কারণ দেশের দ্বীতয় জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হোল্ডার হলেন অমিত শাহ। তাঁরই ছবি কি না সরে যাবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরেই রয়েছে তাঁর নাম। কিন্তু তাতে টুইটারের কী। আইন সেকানে বড় কড়া। আর কপিরাইট ক্লেম হলে তো রক্ষে নেই। সেই যাইহোক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটে অসঙ্গতি পেয়ে তাই কতবার টুইটার হ্যান্ডল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেটা কী কেউ কখনও ভেবে দেখেছেন। তবে আসল কথা হল অমিত শাহর টুইটার হ্যান্ডলে তাঁর ছবি ফিরেছে। তা দেখে হাঁফ ছেড়ে বেঁচেছেন নেটিজেনরা। স্বস্তির শ্বাস গেরুয়া শিবিরেও।