নতুন দিল্লি, ১২ নভেম্বর: ৪৭ হাজার ৯০৫ জন নতুন আক্রান্তকে নিয়ে বৃহস্পতিবার ভারতের মোট করোনা রোগীর সংখ্যা (Coronavirus Cases In India) পৌঁছালো ৮৬ লাখ ৮৩ হাজার ৯১৭-তে। গতকাল সারদিনে করোনার বলি ৫৫০ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫২ হাজার ৭১৮ জন। গতকালের তুলনায় আজ বৃহস্পতিবার আরও ৫ হাজার ৩৬৩টি অ্যাকটিভ কেস কমেছে। এখনও পর্যন্ত দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ২৮ হাজার ১২১ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেস ৪ লাখ ৮৯ হাজার ২৯৪টি। ভারতে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯২.৮৯ শতাংশ। মৃত্যুর হার কমে হয়েছে ১.৪৮ শতাংশ। আরও পড়ুন-Surendra Singh Jeena Dies: করোনার কাঁটা, ৫০-এই প্রয়াত উত্তরাখণ্ডের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং জীনা
এএনআই টুইট
A total of 12,19,62,509 samples tested for #COVID19 up to 11th November, of these 11,93,358 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/cN65Ts37eQ
— ANI (@ANI) November 12, 2020
আইসিএআর-এর তত্ত্বাবধানে ১১ লাখ ৯৩ হাজার ৩৫৮টি নমুনার করোনা টেস্ট হয়েছে গতকাল ১১ নভেম্বর বুধবার। এখনও পর্যন্ত দেশে মোট ১২ কোটি ১৯ লাখ ৬২ হাজার ৫০৯টি নমুনার করোনা টেস্ট হয়েছে। মার্কিন মুলুকের পরে বিশ্বের দ্বিতীয় করোনা বিধ্বস্ত দেশ ভারত। শুরু থেকেই কোভিডে বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্র। বুধবার সারাদিনে সেখানে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৪ হাজার ৯০৭ জন। ওই রাজ্যে মোট কোভিড রোগীর সংখ্যা ১৭ লাখ ৩১ হাজার ৮৩৩ জন। গতকাল সারাদিনে সেখানে করোনার বলি ১২৫ জন।
এএনআই টুইট
With 47,905 new #COVID19 infections, India's total cases surge to 86,83,917. With 550 new deaths, toll mounts to 1,28,121
Total active cases are 4,89,294 after a decrease of 5,363 in the last 24 hrs.
Total cured cases are 80,66,502 with 52,718 new discharges in the last 24 hrs. pic.twitter.com/sHwZwqQcRU
— ANI (@ANI) November 12, 2020
এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মোট করোনায় মৃত্যু হয়েছে ৪৫ হাজার ৫৬০ জনের। গত কয়েকদিনে রাজধানী দিল্লিতে হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। বুধবার একদিনে সংক্রমণের সমস্ত পুরোনো রেকর্ড ভেঙে দিল্লিতে নতুন করোনা রোগীর সংখ্যা ৮ হাজার ৫৯৩। রাজধানীতে সংক্রামিতর সংখ্যা বেড়ে হয়েছে ১৩.৪০ শতাংশ। যার মধ্যে ১২ নভেম্বরই করোনার বলি ৮৫ শতাংশ মানুষ।