অভিনেতা বিজয়ের বাড়িতে বোম স্কোয়াড (ছবিঃX)

নয়াদিল্লিঃ কারুরে পদপিষ্টের (Karur Stampede) ঘটনায় উত্তাল তামিলনাড়ু(Tamil Nadu) শনিবার তামিলাগা ভেত্তরি কাজ়হাগাম দলের প্রতিষ্ঠাতাথলপতি’ বিজয়ের সভায় পদপিষ্টের ঘটনায় এখনও পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন বহু শনিবারের এই ঘটনার পর রবিবার বিজয়ের বাসভবনে বোমা হামলার হুমকি এদিন সকালে খবর পেয়ে চেন্নাইয়ের নীলঙ্করাইয়ে বিজয়ের বাসভবন হাজির হয় বোম স্কোয়াড গোয়েন্দা কুকুর দিয়ে চালানো হয় তল্লাশি যদিও সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি বলেই খবর

তবে এই ঘটনার পর বিজয়ের বাসভবনের বাইরের নিরাপত্তা বাড়ানো হয়েছে কমপক্ষে ১৫ জন পুলিশকে বিজয়ের বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে অন্যদিকে শনিবারের পদপিষ্টের ঘটনার তদন্তের জন্য একটি কমিশন গঠন করেছে তামিলনাড়ু সরকার এই কমিশনের নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশন কারুরে পৌঁছে তদন্তের কাজ শুরু করেছে এই কমিশন

উল্লেখ্য, শনিবার কারুরে একটি সভার আয়োজন করা হয়েছিল তামিলাগা ভেত্তরি কাজ়হাগাম দলের তরফে এই সভায় বিপুল পরিমাণ লোকের সমাগম হয় এদিন প্রায় ছয় ঘণ্টা দেরিতে সভাস্থলে পৌঁছন বিজয় সূত্রের খবর, এদিন যখন বাসের ছাদে উঠে ভাষণ দিচ্ছিলেন বিজয় তখন কয়েকজন অজ্ঞান হয়ে পড়ে যান এই খবর ছড়িয়ে পড়তেই বোতল ছোড়াছুড়ি শুরু করেন সমর্থকেরা এই ঘটনার জেরে হুড়োহুড়ি পড়ে যায় এই সময়ই পদপিষ্টের ঘটনা ঘটে

কারুরে পদপিষ্টের ঘটনার পর অভিনেতা বিজয়ের বাড়িতে বোমা হামলার হুমকি,তদন্ত শুরু পুলিশের