নয়াদিল্লি: উত্তরাখণ্ডের রাজাজি টাইগার রিজার্ভ (Uttarakhand's Rajaji Tiger Reserve)-এর চিল্লা রেঞ্জে ট্রায়াল রাইডের জন্য আনা একটি বৈদ্যুতিক গাড়ি (ইভি) সোমবার রাতে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় দুই ফরেস্ট রেঞ্জার (Forest Range) সহ চারজন মারা গিয়েছেন এবং একজন মহিলা ওয়ার্ডেন নিখোঁজ। আরও পড়ুন: Red Sea : লোহিত সাগরে জাহাজে হুথির ড্রোন হামলা, গুলি করে নামানো হল ১৮ টি ড্রোন
গভীর রাত পর্যন্ত উদ্ধার অভিযান চলে। মঙ্গলবার সকালে জারি করা এক বিবৃতিতে, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) জানিয়েছে যে, গাড়িতে ১০ জন ব্যক্তি ছিলেন। পাঁচজন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য ঋষিকেশের এইমস-এ ভর্তি করা হয়েছে। চিল্লা খালে পড়ে যাওয়া ওয়ার্ডেনকে খুঁজতে বাহিনী তল্লাশি শুরু করেছে। সেদিনের দুর্ঘটনা ইভির ড্যাশবোর্ড ক্যামেরায় রেকর্ড হয়েছে।
দেখুন
STORY | Trial EV accident: EV company deeply saddened; driver says was forced to speed, overload
Four people, including two forest rangers, died after their trial EV met with an accident in Uttarakhand's Rajaji Tiger Reserve on Monday evening. The accident was recorded in the… pic.twitter.com/7xObtnfVFZ
— Press Trust of India (@PTI_News) January 10, 2024