প্রতীকী ছবি (Photo Credit IANS)

আগ্রা, ২৪ জুনঃ ফের লাইনচ্যুত মালগাড়ী। লেবেল ক্রসিং পারাপার হওয়ার সময়ে ট্র্যাক্টরের সঙ্গে সংঘর্ষে বেলাইন হল মালগাড়ী। ঘটনায় আহত হয়েছেন ৬ জন। শনিবার সাত সকালে আগ্রার বাঁশি পাহাড়পুর-রুপবাস লেবেল ক্রসিং পার হওয়ার সময়ে মুখোমুখি হয়ে যায় ট্র্যাক্টর এবং মালগাড়ী। ট্র্যাক্টরে গিয়ে সোজা ধাক্কা মারে দ্রুতগামী ওই মালগাড়ী। দুর্ঘটনায় মালগাড়ীর চারটি চাকা লাইনচ্যুত হয়েছে, আগ্রার উত্তর মধ্য রেলওয়ে ডিভিশনের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুনঃ  স্কুলের সুইমিং পুলে তলিয়ে গেল ছাত্র, পড়ুয়ার মৃত্যুরহস্য তদন্তে পুলিশ

রেল কর্মকর্তারা আরও জানিয়েছেন, বেলাইন হওয়া মালগাড়ীর নম্বর BXR Spl (LD-42 BCN+01 BV); EP নং ৩১৮২৩। ট্র্যাক্টরের সঙ্গে সংঘর্ষের ফলে মালগাড়ীর ইঞ্জিনের চারটি চাকা লাইন থেকে সরে যায়। দুর্ঘটনায় আহত হয়েছেন ৬ জন। যাদের তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও অবধি কারুর মৃত্যু হয়নি বলেই খবর।

দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌছায় রেল কর্তৃপক্ষের দুর্ঘটনা মোকাবিলা বাহিনী। শুরু হয় উদ্ধার কাজ। এছাড়াও ঘটনার তদন্ত শুরু করেছে রেল।