TMC MP's Protest Against Giriraj Singh (Photo Credit: Twitter/PTI)

দিল্লি, ৭ ডিসেম্বর: আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) 'ঠুমকা'। এমন মন্তব্য করায় বিতর্কের ঝড় বইতে শুরু করেছে বিজেপির গিরিরাজ সিংয়ের (Giriraj Singh) বিরুদ্ধে। দেশের একমাত্র  মহিলা মুখ্যমন্ত্রীর সম্পর্কে গিরিরাজ সিং এই ধরনের মন্তব্য কীভাবে করতে পারেন,তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। শুধু তাই নয়, গিরিরাজ সিং যে মন্তব্য করেছেন, তার প্রেক্ষিতে তাঁকে ক্ষমা চাইতে বলাও বৃথা। তাঁর মত 'বেশরম' মানুষ বলে গিরিরাজকে পালটা আক্রমণ করেন মহুয়া মৈত্র। এমনকী বিজেপির মন্ত্রীরা মহিলাদের পছন্দ করেন না। সেই কারণেই তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে এই ধরনের মন্তব্য করতে পারেন বলেও কটাক্ষ করেন কৃৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ।

 

আরও পড়ুন: Giriraj Singh: 'হিন্দুরা নিজেদের অধিকারের জন্য না লড়লে, বাংলা পরবর্তী কাশ্মীর হতে পারে', কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

এদিকে গিরিরাজ সিংয়ের মন্তব্য নিয়ে যখন বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে, সেই সময় সংসদে চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান তৃণমূলের মহিলা সাংসদরা। এমনকী গিরিরাজ সিং যে মন্তব্য করেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিয়ে,তার জন্য তাঁকে সংসদ থেকে 'বহিষ্কার' করা হোক বলেও দাবি করা হয়  মহিলা সাংসদদের তরফে। 'মোদীর মন্ত্রীরা সঠিকভাবে শব্দ চয়ন করুন, মহিলাদের সম্মান করুন' বলে তৃণমূল সাংসদের প্ল্যাকার্ডে লেখা থাকতে দেখা যায়।

 

পাশাপাশি গিরিরাজ সিংকে 'লজ্জাহীন' বলেও কটাক্ষ করা হয়। বিজেপি অপমান করা বন্ধ করুক বলেও প্ল্যাকার্ডে লিখে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদরা।