Odisha: হোস্টেলের ঘরে সাপের আতঙ্ক, ছোবলে মৃত্যু ৩ পড়ুয়ার
Representational Image (Photo Credits: Wikimedia Commons )

কটক, ২৩ জুলাইঃ হোস্টেল মধ্যে বিষধর সাপের আতঙ্ক। সাপের কামড়ে (Snake Attack) মৃত্যু হল তিন পড়ুয়ার। ওড়িশার (Odisha) কেওনঝড় জেলার নিশ্চিন্তপুর গ্রামের বারিয়া এলাকায় এক বেসরকারি কোচিং সেন্টার চালিত হোস্টেলে মধ্যে বিষধর সাপের কামড়ে ওই তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে বলেই খবর।

আরও পড়ুনঃ ধসে পড়ল নির্মীয়মাণ প্রেক্ষাগৃহ, ধ্বংসস্তূপে চাপা পড়ে ২ শ্রমিকের মৃত্যু

ঘটনা প্রসঙ্গে পুলিশ জানান, শনিবার রাতে হোস্টেলের ঘরে ঘুমাচ্ছিলেন ওই পড়ুয়ারা। আর সেই সময়ে আচমকাই সাপের হানা। সাপ ছোবল মারে চারজনকে। বিষধর সাপের কামড় দেওয়ার খবর জানাজানি হতে সেই রাতে আহত চারজনকে কেওনঝড় জেলা হাসপাতালে নিয়ে যায় হোস্টেল কর্তৃপক্ষ। সেখানেই মৃত্যু হয় তিনজনে। বাকি একজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানান চিকিৎসক। আরও ভালো চিকিৎসার জন্যে তাঁকে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুনঃ চর্চিত প্রেমিকা পলকের জ্যাকেট হাতে প্রেক্ষাগৃহ থেকে বেরচ্ছেন ইব্রাহিম, মুহূর্তে ভাইরাল দৃশ্য

মৃত পড়ুয়াদের মধ্যে রয়েছে রাজা নায়েক (১২), শেসাশ্রী নায়েক (১১), এলিনা নায়েক (১২)। কটক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে ১২ বছরের আকাশ নায়েক।