আমরোহা, ২৩ জুলাইঃ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ প্রেক্ষাগৃহ (Uttar Pradesh Hall Collapse)। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হল দুই কর্মরত শ্রমিকের। দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকে। ধ্বংসস্তূপের নিচ থেকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার কাজ চলছে। উত্তরপ্রদেশের আমরোহা জেলার ওই সিনেমাহলের নির্মাণ কাজ এখনও সম্পূর্ণ হয়নি। এরই মাঝে রবিবার ঘটে গেল দুর্ঘটনা। নির্মীয়মাণ প্রেক্ষাগৃহে একটি দেওয়াল ভসে পড়ল। ধ্বংসস্তূপ থেকে ওই দুই শ্রমিকের মৃতদেহ টেনে বের করেছেন বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনও চলছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুনঃ কর্মরত পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, প্রতিবাদে সহকর্মীর ধর্না
ধ্বংসস্তূপ থেকে চলছে উদ্ধারকাজ...
#UP के अमरोहा सिनेमा घर की दीवार गिरने से 10 से अधिक मजदूर दबे मलवे से दो मजदूरों के शव बहार निकालेंगे अधिकारी मौके पर राहत बचाव कार्य जारी और बढ सकती मृतकों की सख्या माधव सिनेमा हॉल का मामला.. pic.twitter.com/irjRSjGMZ2
— Ali Sharar. علی شرر (@AliSharar3) July 23, 2023
নির্মীয়মাণ সিনেমাহল ভেঙে পড়ে শ্রমিকদের মৃত্যুর ঘটনার শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath)। তিনি উদ্ধারকারী বাহিনীর কর্মকর্তাদের উদ্ধার অভিযানে নজর রাখতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আহত শ্রমিকদের উপযুক্ত চিকিৎসা প্রদানের আশ্বাসও দিয়েছেন।