জলন্ধর, ২৩ জুলাইঃ সহকর্মীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছেন পাঞ্জাব জলন্ধরের ভোগপুর থানার পুলিশ। নিজের চোখে সহকর্মীকে ঘুষ নিতে দেখেছেন তিনি। কর্মরত পুলিশ অফিসারের এমন কাজের প্রতিবাদ করেলেন ওই পুলিশকর্মী। শনিবার পাঞ্জাব পাঠানকোট হাইওয়ের পথ আটকে শুয়ে পড়লেন তিনি (Jalandhar cop lies down on highway to protest 'corruption' by colleagues)। সহকর্মীর দুর্নীতি প্রতিবাদে তাঁর এমন পদক্ষেপ। পুলিশকর্মীর পথ আটকে হাইওয়ের উপরে শুয়ে পড়ার ফলে
যানজট সৃষ্টি হয় সেখানে। হাইওয়ের ঘটনার দৃশ্য উঠে এসেছে সমানমাধ্যমের পাতায়।
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে হাইওয়ের একপ্রান্ত থেক অপরপ্রান্ত পর্যন্ত দড়ি বাঁধছেন ওই পুলিশকর্মী। এরপরে আচমকাই হাইওয়ের উপরই শুয়ে পড়েন তিনি। তাঁর এমন আচরণের কারণ জানতে চাওয়া হলে তিনি জানান, কর্মরত সহকর্মীকে নিজের চোখে ঘুষ নিতে দেখেছেন তিনি।
দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় শুয়ে পুলিশকর্মী প্রতিবাদ, দেখুন...
‘Jehra mai chor fad ke liauna oh Thane Wale paise laike chadi jande’
रिश्वतखोरी से दुखी हो कर पुलिस मुलाजिम ने #jalandhar के भोगपुर में रोड जाम कर विरोध प्रदर्शन किया। #PunjabPolice pic.twitter.com/QyajO37Cvd
— Harpinder Singh (@HarpinderTohra) July 22, 2023
যদিও অভিযুক্ত পুলিশ অফিসার তাঁর বিরুদ্ধে অথা ঘুষ নেওয়ার অভিযোগ একেবারেই নস্যাৎ করে দিয়েছেন।