প্রতীকী ছবি (Photo Credits: File Image)

অসম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল অবশেষ আজ বৃহস্পতিবার উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করল। সকাল নটা নাগাদ ফলাফল প্রকাশিত হয়েছে। যাঁরা এবছর অসম বোর্ডের অধীন উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তাঁর সরকারি ওয়েবসাইটে  ahsec.nic.in এ লগইন করে ফল জানতে পারেন। এছাড়া অসম বোর্ডের উচ্চমাধ্যমিকের ফলাফল জানতে প্রার্থীরা থার্ড পার্টি সাইট examresults.net –ও চেক করতে পারেন। সেখানেই সবার ফলাফলের পাশাপাশি টপারের নাম ও মেধা তালিকাও প্রকাশ হয়েছে। কলা, বিজ্ঞান ও বাণিজ্য তিন ভিভাগেই এদিন দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ হয়। এ বছর অসম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়েছিল ১২ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত।

অসম হচ্ছে সেই রাজ্য যেখানে ২০২০-তে পূর্ব নির্ধারিত সময়সীমার মধ্যে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা সম্পন্ন করতে পেরেছে। তবে ফল প্রকাশে দেরির কারণ অবশ্যই করোনাভাইরাসের জেরে দেশজুড়ে লকডাউন। জানা গিয়েছে ২.৩৪ লক্ষ পড়ুয়া এবার দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় বসেছিল।  আরও পড়ুন-West Bengal: মেয়েকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে মাকে ছাদ থেকে ফেলে খুন, কাঠগড়ায় তৃণমূল নেতা

কী করে AHSEC-র ২০২০ দ্বাদশ শ্রেণির ফলাফল জানবেন?

  • অসম উচ্চমাধ্যমিক বোর্ডের ওয়েবসাইট ahsec.nic.in দেখুন।
  • এবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল অপশনে ক্লিক করুন।
  • সঙ্গে সঙ্গে আপনাকে নতুন পেজ দেখার জন্য গাইড করা হবে।
  • রোল নম্বর সহ বাকি ক্রেডেনশিয়াল সম্পূর্ণ করুন।
  • এরপর আপনার নাম রোল নম্বর বিষয়ের কোড, প্রাপ্ত নম্বর-সহ ফলাফল চোখের সামনে খুলে যাবে।
  • চেক করে নিয়ে পেজটি ডাউনলোড করতে পারেন। পরবর্তী পদক্ষেপের জন্য তারপর সেই পেজের প্রিন্ট আউট নিয়ে নিন।

এছাড়াও পরীক্ষার্থীরা এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানতে পারেন। সেজন্য় মোবাইলে গিয়ে তাঁদের টাইপ করতে হবে ASSAM12ROLLNUMBER এবং 56263 নম্বরে মেসেজ পাঠিয়ে দিতে হবে। এই AHSEC-র ২০২০ দ্বাদশ শ্রেণির ফলাফল উপলব্ধ নামের একটি অ্যাপস থেকে। গুগল প্লে স্টোরে গিয়ে সংশ্লিষ্ট অ্যাপসটি ডাউনলোড করতে পারেন। দ্বাদশ শ্রেণির ফলাফলে পাসের হার ৬৪.৮০ শতাংশ। রাজ্যের মধ্যে টপার হয়েছেন পাদুম পুখুরি হাইস্কুলের পড়ুয়া ধৃতিরাজ বাস্তব কলিতা। তাঁর প্রাপ্ত নম্বর ৫৯৫।