চেন্নাই, ২৯ জুনঃ তামিলনাড়ুর (Tamil Nadu) এক আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে মৃতের সংখ্যা চারে পৌঁছেছে। শনিবার সাত সকালে বিরুধুনগর জেলার সাত্তুরের কাছে ওই আতশবাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল কারখানার তিনজন কর্মীর। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে তাঁর। বিস্ফোরণের জেরে ব্যক্তিগত মালিকানাধীন আতশবাজি উৎপাদনকারী ওই কারখানার (Firecracker Factory) একাংশ ভেঙে পড়েছে বলেও জানা যাচ্ছে। বিস্ফোরণের বিকট শব্দে ঘটনাস্থলে জড়ো হয় স্থানীয়রা। তাঁরাই খবর দেন দমকলে। খবর পাওয়া মাত্রই দমকল এবং উদ্ধারকারী দল সেখানে পৌঁছয়।
আতশবাজি উৎপাদনকারী কারখানায় বিস্ফোরণ এবং প্রাণনাশের খবরে শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন (MK Stalin)। জানিয়েছেন, মৃতদের পরিবার পিছু ৩ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
শনিবার তামিলনাড়ুর ওই আতশবাজি উৎপাদনকারী কারখানায় বিস্ফোরণ কীভাবে হল তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে প্রাথমিক অনুমান, দুই বা ততোধিক রাসায়নিক মেশানোর ফলে বিস্ফোরণটি হয়েছে।