গ্রেফতার প্রত্রক (ছবিঃX)

নয়াদিল্লিঃ গাজার (Gaza) নাগরিকের মিথ্যা পরিচয় দিয়ে যুদ্ধবিধ্বস্ত মানুষজনের জন্য দিনের পর দিন তহবিল সংগ্রহ। শনিবার এই প্রতারকদের পর্দা ফাঁস করল পুলিশ(Police)। এবার পুলিশের জালে সিরিয়ার নাগরিক(Syrian Man)। জনসাধারণের টাকায় বিলাসবহুল জীবন কাটাতেন তিনি এমনটাই অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম আলি মেঘাত আল–আহজ়ার। সিরিয়ার বাসিন্দা। গতকাল অর্থাৎ রবিবার, আমেদাবাদ থেকে তাঁকে গ্রেফতার করে গুজরাট পুলিশের অপরাধ দমন শাখার অফিসারেরা। জানা গিয়েছে গত ২২ জুলাই দামাস্কাস থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে আসে অভিযুক্ত। কলকাতা-সহ ভারতের বিভিন্ন শহর ঘুরে গত ২ অগস্ট আসেন গুজরাটে। এক সঙ্গীকে নিয়ে একটি হোটেলে উঠেছিলেন তিনি। নিজেকে গাজার নাগরিক হিসেবে পরিচয় দিয়ে জনগণকে বোকা বানিয়া টাকা তোলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তাঁর কাছ থেকে সাড়ে তিন হাজারেরও বেশি ডলার ও প্রায় ২৫ হাজার টাকা নগদ উদ্ধার হয়েছে। তাঁর ভারতে আসার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

গাজার নাগরিক সেজে যুদ্ধবিধ্বস্ত দেশের জন্য তহবিল সংগ্রহ, পুলিশের জালে প্রতারক