নয়াদিল্লিঃ পরকীয়া সন্দেহে মেয়ের সামনে স্ত্রীকে (Wife) কুপিয়ে খুন (Murder) যুবকের। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। ভরা রাস্তায় স্ত্রীর গলায় কোপ মারে অভিযুক্ত।পুলিশ সূত্রে খবর, মৃত তরুণীর নাম রেখা। আর অভিযুক্তের নাম লোকেশ। দু'জনেই বেঙ্গালুরুর একটি কলসেন্টারে কর্মরত। মাত্র দু'মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই যুগল। এটা দু'জনেরই দ্বিতীয় বিয়ে। রেখার আগের পক্ষের একটি মেয়ে রয়েছে। তার বয়স ১২। মেয়েকে নিয়ে নতুন সংসার পাতেন রেখা। প্রথম প্রথম সব ঠিকঠাক চললেও সম্প্রতি রেখাকে সন্দেহ করতে থাকে লোকেশ।
সন্দেহের বশে স্ত্রীকে খুন স্বামীর
অন্য কোনও পুরুষের প্রতি আসক্ত স্ত্রী, এমনটাই সন্দেহ ছিল লোকেশের। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। সোমবার, মেয়েকে নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন রেখা। স্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছিলেন তাঁরা। সেখানে এসে হাজির হয় লোকেশ। প্রকাশ্যে রেখাকে ছুরির কোপ মারে সে। রেখাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই স্বামীর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।
পরকীয়া সন্দেহে প্রকাশ্যে স্ত্রীকে কোপ স্বামীর, চোখের সামনে মায়ের মৃত্যু দেখল মেয়ে
Watch #TheSouthernView | Suspecting Affair, Bengaluru Man Stabs Wife To Death In Front Of Daughter
NDTV's @reethu_journo joins @dpkBopanna with more details pic.twitter.com/5bToDMrvWx
— NDTV (@ndtv) September 23, 2025