বন্দরনগরী তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO Summit) সম্মেলন ২০২৫-এ মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধের ফলে ইতিমধ্যেই পুরানো তিক্ততা ভুলে অনেকটাই কাছে এসেছে বেজিং। আবার ভারতের বন্ধু রাশিয়ার কাছ থেকে তেল কেনায় অতিরিক্ত শুল্কের মুখে পড়তে হয়েছে ভারতকে। এরকম অবস্থায় ভারত, চিন ও রাশিয়ার শীর্ষ নেতাদের এক ফ্রেমে দেখতে নিশ্চয়ই সিঁদুরে মেঘ দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একই ফ্রেমে মোদী-পুতিন- শি জিনপিং
Prime Minister Narendra Modi, Chinese President Xi Jinping, and Russian President Vladimir Putin at the venue of the Shanghai Cooperation Council (SCO) Summit in Tianjin, China. pic.twitter.com/0Rxf6BhCDa
— ANI (@ANI) September 1, 2025
এসসিও শিখর সম্মেলনে পৌঁছনোর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিঙ্গন করে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী মোদী টুইট করে জানান, "রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে দেখা করা সবসময়ই আনন্দের!" । সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চিনের রাষ্ট্রপতি শি জিনপিং, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং অন্যান্য রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানরা গ্রুপ ছবি তোলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লেখেন, "তিয়ানজিনে আলাপচারিতা অব্যাহত! এসসিও শিখর সম্মেলনের সময় রাষ্ট্রপতি পুতিন এবং রাষ্ট্রপতি শি-র সঙ্গে দৃষ্টিভঙ্গি বিনিময়।"