দেরাদুন, ২৯ এপ্রিল: আজ থেকে খুলে গেল কেদারনাথ মন্দির (Kedarnath temple)। বুধবার সকাল ছটা বেজে ১০ মিনিট নাগাদ ১৬ জনকে সঙ্গে নিয়ে মন্দিরে পৌঁছান প্রধান পুরোহিত। তবে মন্দির খুললেও দর্শন আপাতত বন্ধই থাকছে। কারণ মহামারী করোনায় গোটা দেশ বিধ্বস্ত। এই পরিস্থিতিতে তীর্থযাত্রীদের কোনওভাবেই মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না। ২০২০-র ২৯ এপ্রিলের নির্ধারিত সময়সূচি মেনেই এবার কেদারনাথ মন্দির খুলবে। চলতি মাসের গোড়াতেই এনিয়ে একপ্রস্থ বৈঠক সেরেছে মন্দির কমিটি। সেখানেই নিশ্চিত করা হয় যে মন্দির নির্ধারিত সময়েই খোলা হবে। তবে করোনা মহামারীর কারণে রুদ্রপ্রয়াগের জেলাশাসক মঙ্গেশ গিধিয়াল জানিয়ে দেন, ২৯ এপ্রিল প্রথা মেনে মন্দির খুলবে। শুধু ১৬ জনকে নিয়ে সেখানে উপস্থিত থাকবেন প্রধান পুরোহিত। আরও পড়ুন-Donald Trump: মহামারী করোনার মধ্যেও মাংস প্রক্রিয়াকরণ প্ল্যান্ট খোলা রাখতে নির্দেশিকায় সই ডোনাল্ড ট্রাম্পের
Uttarakhand: Portals of the Kedarnath temple were opened at 6:10 am today. 'Darshan' for the devotees is not allowed at the temple as of now. https://t.co/v4Cj8RQja9 pic.twitter.com/jn5vUBN42N
— ANI (@ANI) April 29, 2020
মূল মহাশিবরাত্রির দিন তী্র্থ ভ্রমণের সময়কাল ঠিক করা হয়। এই কাজ করতে হিন্দু প্রথা মেনে সেখানে উপস্থিত থাকেন ভীমশংকর শিবলিঙ্গের রাওয়াল, ওমকারেশ্বর মন্দিরের পুরোহিত-সহ বেশ কয়েকজন। হাড়হিম করা ঠান্ডাকে উপেক্ষা করেই প্রতিবছর হিমালয়ের কোলে কেদারনাথ দর্শনে যান হাজারও তীর্থযাত্রী। কেদারনাথ ও বদ্রীনাথ হিন্দুদের পবিত্র ধর্মস্থান হিসেবেই পরিচিত। বদ্রীনাথ মন্দিরের অবস্থান অলকানান্দা নদীর বাম তীরে নর ও নারায়ণ নামের দুই পর্বতের মাঝখানে। অনন্য সুন্দর প্রাকৃতিক অবস্থানের জন্যেও এর খ্যাতি রয়েছে। ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে কেদারনাথ, পঞ্চকেদার, চারধাম রয়েছে।