Rohit Sharma: ভারতীয় ক্রিকেটে শেষ হল অধিনায়ক রোহিত শর্মার ইনিংস। টেস্টের পর এবার ওয়ানডে-তেও অধিনায়ক হিসাবে দেখা যাবে শুভমন গিল (Shubman Gill)-কে। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা রোহিতকে আর টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসাবে দেখা যাবে না। ২০২৩ বিশ্বকাপের ফাইনালে রোহিতের নেতৃত্বে খেলেছিল টিম ইন্ডিয়া। টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের পর শুধুই ওয়ানডে ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত। মুম্বইয়ের তারকা ক্রিকেটার ওয়ানডে অধিনায়ক হিসাবে থেকে যেতে চেয়েছিলেন। কিন্তু ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে রোহিতকে আর ওয়ানডে অধিনায়ক রাখছেন না জাতীয় নির্বাচকরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচে ওয়ানডে সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে শুভমন গিলকে। ওয়ানডে স্কোয়াডে রাখা হল না রবীন্দ্র জাদেজা ও মহম্মদ সামি-কে।
ওয়ানডে-তে বুমরাকে বিশ্রাম, টি-২০ স্কোয়াডে নীতীশ ও ওয়াশিংটন সুন্দর
আগামী ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের ওয়ানডে ও তারপর ২৯ অক্টোবর থেকে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে খেলবে ভারতীয় দল। টি-২০ দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। ওয়ানডে-তে গিলের ডেপুটি করা হয়েছে শ্রেয়স আইয়ারকে। আর টি-২০ দলে সূর্যকুমারের ডেপুটি গিল। ওয়ানডে সিরিজে বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে, তবে খেলবেন টি-২০-তে।
অস্ট্রেলিয়ায় ওয়ানডে দলে গিলের ডেপুটি শ্রেয়স আইয়ার, টি-২০-তে সূর্যর ডেপুটি গিল
বিরাট কোহলি, রোহিত শর্মাদের আচমকা অবসরের পর ইংল্যান্ড সফরে গিয়ে অধিনায়ক শুভমন গিলকে দেখে মুগ্ধ হন অজিত আগরকররা। ইংল্য়ান্ডে অবিশ্বাস্য কায়দায় ২-২ সিরিজ ড্র করে ফেরার পরই গিলকে ওয়ানডে অধিনায়ক করতে চান প্রধান নির্বাচক আগরকর। কোচ গৌতম গম্ভীরও ওয়ানডে দলে গিলকেই অধিনায়ক চেয়েছিলেন। টেস্টে অবসরের পর ওয়ানডে দলে থাকলেন বিরাট কোহলি, রোহিত শর্মা। দীর্ঘ ৭ মাস পর দেশের জার্সিতে খেলতে দেখা যাবে রোহিত ও বিরাটকে।
চোটের কারণে অজি সফর নেই হার্দিক, পন্থ। স্কোয়াডে নীতীশ রেড্ডি, ধ্রুব জুরেল
চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে নেই হার্দিক পান্ডিয়া। হার্দিকের পরিবর্তে ওয়ানডে ও টি-২০ স্কোয়াডে জায়গা পেয়েছেন অন্ধ্র প্রদেশের তারকা পেসার-অলরাউন্ডার নীতীশ রেড্ডি। হার্দিক ছাড়া দুবাইয়ে এশিয়া কাপে জেতা দলটাকেই অস্ট্রেলিয়ায় টি-২০ সিরিজে পাঠাচ্ছে বিসিসিআই। ওয়ানডে স্কোয়াডে উইকেটকিপার-ব্যাটার হিসাবে রাখা হল ধ্রুব জুরেলকে। ঋষভ পন্থের চোট না সারায় অস্ট্রেলিয়ায় যাচ্ছেন না।
দেখুন কেমন হল টি-২০ স্কোয়াড
India T20I squad to tour Australia: Nitish Kumar Reddy replaces Hardik Pandya from Asia Cup squad, Washington Sundar added pic.twitter.com/uAYjC7WVq9
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 4, 2025
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সীমিত ওভারের সিরিজে ভারতীয় স্কোয়াড
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ওয়ানডে স্কোয়াড-
শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), কেএল রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, আর্শদীপ সিং, হর্ষিত রানা, ধ্রুব জুরেল (উইকেটকিপার)।
এক নজরে ওয়ানডে স্কোয়াড
India's ODI squad to tour Australia: Shubman Gill captain and Shreyas Iyer vice-captain pic.twitter.com/QvVyv9DsN9
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 4, 2025
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার টি-২০ স্কোয়াড-
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর।