Rats. (Pixabay)

ইন্দোর বিমানবন্দরে (Indore Airport) নজিরবিহীন ঘটনা। বিমানের (Flight) জন্য অপেক্ষা করতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়তে হল এক যাত্রীকে। বিমানবন্দরের মধ্যে ইঁদুরের কামড় খেলেন তিনি।

ঘটনাটি ঘটেছে ইন্দোরের দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দরে। এদিন বেঙ্গালুরু যাওয়ার বিমানের জন্য অপেক্ষা করছিলেন ওই ব্যক্তি।আচমকাই তিনি লক্ষ্য করেন তাঁর পা বেয়ে প্যান্টের ভিতর প্রবেশ করল একটি ইঁদুর। আতঙ্কে লাফ দিয়ে ওঠেন তিনি। কিন্তু ততক্ষণে কাজ সেরে দিয়েছ ইঁদুরটি। যাত্রীর পায়ে কামড় বসায় সে। এই ঘটনায় বিমানবন্দরে শোরগোল ছড়ায়। ছুটে আসেন বিমানকর্মীরা। মেডিক্যাল রুমে নিয়ে যাওয়া হয়। এরপর ওই যাত্রীকে অ্যান্টিবায়োটিক ও ইঞ্জেকশন দেওয়া হয়। এই ঘটনায় হৈচৈ পড়তে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়, বিমানবন্দরে পেস্ট কন্ট্রোল করা হয়েছে। দেশের স্বচ্ছতম শহরের বিমানবন্দরে এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। সোশ্যাল মিডিয়ায় নানা লেখালেখি করছেন নেটিজেনরা।  এই গোটা ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষের উদাসীনতা ও অব্যবস্থাকেই দায়ী করছেন নেটিজেনদের একাংশ। কেউ-কেউ আবার উদ্বেগ প্রকাশ করছেন।

আচমকা প্যান্টের ভিতর ঢুকে গেল ইঁদুর, বিমান বন্দরে ভয়াবহ অভিজ্ঞতার শিকার যাত্রী