প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ নিঃশব্দে মগজ কুরে কুরে খাচ্ছে অ্যামিবা। কেরলে (Kerala)বাড়ছে প্রাণঘাতী অ্যামিবিক মেনিনগোয়েনসেফালাইটিস(Amoebic Meningoencephalitis)। ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যুর খবর মিলেছে। চিকিৎসাধীন তিন শিশু-সহ ১০ জন।

সম্প্রতি কোঝিকোড় মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় রতীশ নামে ৪০ বছরের এক ব্যক্তির। হাসপাতাল সূত্রে খবর, প্রায় ২০ দিন আগে জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। শারীরিক পরীক্ষা করে দেখা যায় অ্যামিবিক মেনিনগোয়েনসেফালাইটিসে আক্রান্ত তিনি। এরপর চিকিৎসায় সাড়া মেলেনি। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। কেরলে এই মস্তিষ্কের সংক্রমণে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জন। কেরল প্রশাসন সূত্রে খবর, তিরুবনন্তপুরম, ওয়ানাড, কোঝিকোড়, কোল্লাম জেলায় একাধিক অ্যামিবিক এনসেফালাইটিসের কেস পাওয়া গিয়েছে। এই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। প্রশাসনিক কর্তাদের রোগ প্রতিরোধে সমস্তরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

অ্যামিবিক মেনিনগোয়েনসেফালাইটিস আসলে কী?

অ্যামিবিক মেনিনগোয়েনসেফালাইটিস হল মস্তিষ্কের এক ধরনের সংক্রমণ। এটি মূলত জলবাহিত একটি রোগ, যা গ্রীষ্মকালে ছড়ায়। এই রোগে অ্যামিবা নাকের মাধ্যমে সোজা মস্তিষ্কে পৌঁছয়।

কেরলে হু হু করে বাড়ছে অ্যামিবিক মেনিনগোয়েনসেফালাইটিস