বুধবার সকালেই ভারতীয় আবহাওয়া দফতরের (IMD) তরফে জানানো হয়েছিল পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে তাতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেরলে (Kerala) ঢুকে পড়বে বর্ষা (Monsoon 2023)। তারপরই দেশের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ কমিয়ে আস্তে আস্তে তা ছড়িয়ে পড়বে।
আবহাওয়া দফতরের এই বার্তার কয়েক ঘণ্টা পেরোতে না পেরোতেই সন্ধ্যায় কেরলের তিরুবন্তপুরমের (Thiruvananthapuram) বেশকিছু জায়গায় অঝোরে ঝরে পড়তে দেখা গেল বৃষ্টিকে (Rain)। যার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে দেখে স্বস্তি প্রকাশ করেছেন অনেক নেটিজেনই।
দেখুন ভিডিয়ো:
#WATCH | Kerala: Rain lashes parts of Thiruvananthapuram pic.twitter.com/XlmNzkVju4
— ANI (@ANI) June 7, 2023