নয়াদিল্লিঃ মাঝ রাস্তায় খারাপ হয়ে গিয়েছিল সদ্য কেনা 'মহিন্দ্রা থর এসইউভি।' আর সেই গাড়িকে এবার গাধা দিয়ে ডিলারের শোরুমে নিয়ে গেল যুবক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই মুহূর্তের ভিডিয়ো। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে পুনেতে। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে এসইউভি গাড়িটিকে টেনে নিয়ে যাচ্ছে গাধা। আর আশেপাশে ঢোল বাজাচ্ছেন কয়েকজন। স্থানীয় সূত্রে খবর, ওই যুবকের নাম গণেশ সাংদে। জুনারের বাসিন্দা তিনি। ভিডিয়ো বার্তায় তিনি জানান,কিনে আনার পর থেকেই গাড়িটিতে দেখা দিতে থাকে নানা সমস্যা। জল চুইয়ে পড়া, ইঞ্জিনে অস্বাভাবিক শব্দ সহ একের পর এক ত্রুটি দেখা দিচ্ছিল। গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে মাঝেমধ্যেই এই খারাপ হওয়ার জ্বালায় বিরক্ত হয়ে উঠেছিলেন তিনি। ডিলারকে বারবার অভিযোগ জানানোর পরও কোনও সমাধান না হওয়ায় তাই বাধ্য হয়ে তিনি এই প্রতিবাদের পথ বেছে নেন।
গাড়িটির সামনে একটি পোস্টারও লাগান তিনি। তাতে মারাঠি ভাষায় কিছু লেখা ছিল। এরপর থারটিকে গাধার সাহায্যে টেনে নিয়ে যান পুণের ওয়াকাডে সাহ্যাদ্রি মোটরসের শোরুমে। অন্যদিকে মহারাষ্ট্রের ভাসাইয়েও এই একই ধরনের একটি ঘটনা দেখা গিয়েছে। ভাসাই-ভিরার মিউনিসিপ্যাল কর্পোরেশন একটি হিন্দু শ্মশানে খেলার দোলনা ও ব্যায়াম করার যন্ত্র বসানোর পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। প্রতিবাদে বাসিন্দারা সাদা চাদর গায়ে জড়িয়ে, মুখে ভূতের সাজ নিয়ে হাজির হন ওয়ার্ড কমিটির অফিসে। এই মুহূর্তের ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
চালক আসন শূন্য, মহিন্দ্রা থর টেনে নিয়ে যাচ্ছে গাধার দল, নেপথ্যে কী কারণ?
A Pune man staged a unique protest after repeated issues with his Mahindra Thar went unresolved. Frustrated by the lack of response.
VIDEO CREDIT : @IndianGems_#PuneNews #MahindraThar #Customer #AutoNews #Donkey #CarTrouble #JarpMedia pic.twitter.com/mpETe1IoLj
— Jarp Media (@MediaJarp) November 17, 2025